প্রথম ম্যাচ থেকেই মাশরাফিকে পাওয়ার আশা সিলেটের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আনফিট’ মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট
২৮ ডিসেম্বর ২৪
লম্বা সময় ধরেই হাঁটুর চোটে ভুগছেন মাশরাফি বিন মুর্তজা। কদিন আগে খবর বের হয় এবারের বিপিএলের শুরুর দিকে পাওয়া যাবে না সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ককে। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই মাশরাফিকে পাওয়ার আশা করছে সিলেট। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার নাফিস ইকবাল।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন মাশরাফি। জাতীয় দলের পাশাপাশি এনসিএল, বিসিএল না খেলায় মাঠের ক্রিকেটে নেই তিনি। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করায় নিজের ফিটনেস নিয়ে সেভাবে কাজ করতে পারেননি। মাশরাফির হাঁটুর চোট কতটা গুরুতর সেটাও এখনও জানা যায়নি।

শঙ্কা থাকলেও মাশরাফিকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা করছে সিলেট। ম্যানেজার নাফিস মনে করেন, মাশরাফি ২-৩ দিন অনুশীলন করলেই মাঠে এসে পারফর্ম করতে পারবেন। এ প্রসঙ্গে নাফিস বলেন, ‘মাশরাফিরটা এখনও বলা যাচ্ছে না, আমরা আশাবাদী প্রথম ম্যাচ থেকে তাকে পাবো।’
‘কোথাও না কোথাও থেকে আব্বাও তৃপ্তির হাসিতে বলছেন, ওয়েল ডান।’
১১ জানুয়ারি ২৫
‘আমরা জানি যে সে জাতীয় নির্বাচন করছিলো, সেটা দেশের একটা ব্যাপার। ভালো করেছে, অভিনন্দন তাকে। আমরা জানি সে কিন্তু টুকটাক কাজ করে থাকে ফিটনেস নিয়ে। আমরা তার স্কিল নিয়ে জানি। সে যদি ২-৩ দিন অনুশীলন করে তাহলে পারফর্ম করতে পারে।’
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বিপিএলের এবারের আসর। বেশিরভাগ দল অনুশীলনে নেমে গেলেও এখনও দেখা যায়নি সিলেটকে। বিপিএলকে সামনে রেখে ১৬ জানুয়ারি পিকেএসপিতে অনুশীলন ক্যাম্প করবে তারা। যেখানে নিজেদের মাঝে একটি ম্যাচও খেলবে তারা।
এরপর মিরপুরে অনুশীলন করতে দেখা যাবে সিলেটকে। অনুশীলন নিয়ে জানাতে গিয়ে নাফিস বলেন, ‘সবমিলিয়ে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে ১৬ তারিখ থেকে। পিকেএসপির সেন্টার উইকেটে আমরা একটা ম্যাচ সিনারিও করে খেলবো এবং ১৭, ১৮ জানুয়ারি এখানে অনুশীলন করবো।’
১৬ জানুয়ারি আন্তঃস্কোয়াড ম্যাচ খেললেও সেখানে পাওয়া যাবে না বিদেশি কোনো ক্রিকেটারকে। সেদিন বাংলাদেশে এসে বিশ্রামে থাকবেন রিচার্ড এনগারাভা, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, বেনি হাওয়েল, বেন কাটিংরা। বিদেশিদের নিয়ে নাফিস বলেন, ‘১৬ তারিখের মধ্যে বিদেশি ক্রিকেটাররা চলে আসবে। ওইদিন তারা বিশ্রাম নেবে এবং ১৭, ১৮ তারিখ অনুশীলন করবে।’