promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট দলে জুরেল, নেই শামি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’

৭ মার্চ ২৫
কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে বেন স্টোকস, ইসিবি

কদিন পরই ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এই উপলক্ষে সিরিজের প্রথম দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই সিরিজের প্রথম দুটি টেস্টে খেলবেন না মোহাম্মদ শামি। স্কোয়াডে নতুন মুখ 'ব্যাক-আপ' উইকেটরক্ষক ধ্রুব জুরেল।


প্রত্যাশিতভাবে স্কোয়াডে ফিরেছেন দুই স্পিনার কুলদিপ যাদব ও অক্ষর প্যাটেল। মূলত গোড়ালিতে পাওয়া চোট এখনও সারেনি শামির। যার কারণে তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম।



promotional_ad

সাউথ আফ্রিকা সফরে শামির বদলে স্কোয়াডে জায়গা পাওয়া আভেশ খান ইংল্যান্ড সিরিজেও দলে জায়গা ধরে রেখেছেন। এখনও টেস্ট অভিষেক হয়নি তার। সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে অভিষেক হওয়া আরেক পেসার প্রসিধ কৃষ্ণাকে এবারের স্কোয়াডে নেয়া হয়নি।


আরো পড়ুন

‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’

৫ ঘন্টা আগে
সুনীল গাভাস্কার (বামে), ইনজামাম উল হক (ডানে)

তবে পারফরম্যান্সজনিত কারণে নয়, রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন ‘কোয়াড্রিসেপস’ চোটের কবলে পড়েন তিনি। ভারতের স্কোয়াডে বাকি পেসাররা হলেন সহ-অধিনায়ক জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও মুকেশ কুমার।


এদিকে প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন জুরেল। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে স্কোয়াডে জায়গা করে নিলেন তিনি। এখন পর্যন্ত ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৪৭ গড়ে এক সেঞ্চুরিসহ তার রান ৭৯০।



গত মাসে সাউথ আফ্রিকা সফরে ভারত ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচে দৃষ্টিনন্দন হাফ সেঞ্চুরি করে নির্বাচকদের নজর কাড়েন জুরেল। স্কোয়াডে থাকলেও তার ম্যাচ খেলা অবশ্য অনিশ্চিত। কেননা দলটিতে আছেন লোকেশ রাহুল এবং শ্রীকার ভারতের মতো উইকেটরক্ষক। ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে।


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইয়াশভি জায়সাওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, শ্রীকার ভারত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রিত বুমরাহ এবং আভেশ খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball