বিপিএল নয় আইএল টি-টোয়েন্টিতে খেলবেন আমির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির
৮ মার্চ ২৫
ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে মোহাম্মদ আমিরকে দলে নিলেও বিপিএলের এবারের মৌসুমে তাকে পাবে না ফরচুন বরিশাল। বিপিএলের সময়টায় সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলবেন পাকিস্তানের এই পেসার। আমিরের বদলি হিসেবে শ্রীলঙ্কার নুয়ান থুসারাকে দলে নিয়েছে বরিশাল।
একই সময়ে বেশ কয়েকটি টুর্নামেন্ট চলায় ফ্র্যাঞ্চাইজিদের অবাধে বিদেশি ক্রিকেটার নেয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতানো আমিরকে সরাসরি চুক্তিতে দলে নেয় বরিশাল। গত বছরের ৮ সেপ্টেম্বর ফেসবুকে পোস্ট দিয়ে আমিরকে দলে নেয়ার খবর নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজি।
যদিও বরিশালের সঙ্গে সেই চুক্তি বাতিল করেছেন আমির। বিপিএলের সময়টায় সংযুক্ত আরব আমিরাতে খেলতে চান তিনি। ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজির সম্মতিতে বিপিএলে না আসার সিদ্ধান্ত আমিরের। আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপারসের হয়ে খেলবেন বাঁহাতি এই পেসার। আমিরকে পেয়ে রোমাঞ্চিত দলটির ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি।

আমির ছাড়াও গত মৌসুমের রানার্স আপদের হয়ে খেলবেন পাকিস্তানের আরও তিন ক্রিকেটার। যেখানে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির সঙ্গে আছেন আজম খান এবং শাদাব খান। পিএসএল একটু দেরিতে শুরু হওয়ায় প্রায় পুরোটা মৌসুমেই পাওয়া যাবে আমিরসহ পাকিস্তানের ক্রিকেটারদের।
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
এদিকে আমিরকে হারিয়ে বরিশালে দলে নিয়েছে শ্রীলঙ্কার থুসারাকে। সাউথ আফ্রিকার এসএ-টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলবেন ডানহাতি এই পেসার। কদিন পর হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দল পেয়েছেন তিনি। যেখানে থুসারাকে দলে নিতে ৪ কোটি ৮০ লাখ রুপি খরচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
বরিশালের হয়ে দেশি ক্রিকেটার হিসেবে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকারের মতো ক্রিকেটার। ড্রাফটের আগে তামিমের সঙ্গে সরাসরি চুক্তি করে বরিশাল। এর আগে মিরাজকে রিটেইন করে তারা।
ড্রাফট থেকে তারা দলে নিয়েছে মাহমুদউল্লাহ, মুশফিক, সাইফউদ্দিন, সৌম্যদের মতো ক্রিকেটারদের। বিদেশি হিসেবে আছেন শোয়েব মালিক, ফখর জামান, পল স্টার্লিং, মিলার, থুসারা, আব্বাস আফ্রিদি, আকিফ জাভেদ, ইব্রাহিম জাদরানের মতো ক্রিকেটাররা।
ফরচুন বরিশাল- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মেহেদী হাসান রানা, আব্বাস আফ্রিদি, মুশফিকুর রহিম, রকিবুল হাসান জুনিয়র, মোহাম্মদ সাইফউদ্দিন, দুনিথ ওয়ালল্লাগে, সৌম্য সরকার, ইয়ানিক ক্যারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রিতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ, ডেভিড মিলার, নুয়ান থুসারা।