promotional_ad

মিচেল-উইলিয়ামসদের তাণ্ডবের ম্যাচে ১৮০ করেও হারল পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের সাথেই শুরু হবে পিএসএল, বিদেশি ক্রিকেটার নিয়ে শঙ্কা

৫ ঘন্টা আগে
ফাইল ছবি

কেন উইলিয়ামসন-ড্যারিল মিচেলের ঝড়ো হাফ সেঞ্চুরির পর টিম সাউদির নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ৪৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে উইলিয়ামসনের দল।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২২৬ রান তোলে নিউজিল্যান্ড। অথচ শুরুটা একেবারেই ভালো ছিল না দলটির। দ্বিতীয় বলেই ডেভন কনওয়েকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। তাকে কভারে খেলতে গিয়ে শূন্য রানেই বিদায় নেন কনওয়ে।


promotional_ad

এক রানে এক উইকেট পড়ার পর ৪.৫ ওভারের মধ্যেই ৪৯ রানের জুটি গড়েন ফিন অ্যালেন ও উইলিয়ামসন। ১৫ বলে ৩৪ রানের ঝড় তোলা অ্যালেনকে বিদায় করে আব্বাস আফ্রিদি। তারপর ১২ ওভারের মধ্যে স্কোরবোর্ডে ৭৮ রান যোগ করেন উইলিয়ামসন এবং মিচেল।


আরো পড়ুন

বাংলাদেশের কাজ সহজ করে দিয়েছেন খালেদ-শরিফুলরা

৫ মে ২৫
উইকেট নিয়ে সতীর্থদের সঙ্গে শরিফুল ইসলামের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

এই জুটিতেই মূলত প্রেক্ষাপট বদলে দেয় কিউইরা। মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরির দেখা পান মিচেল। ৪২ বলে নয়টি চারে ৫৭ রান করে আব্বাসের বলে বিদায় নেন উইলিয়ামসন। ২৭ বলে চারটি চার ও ছক্কায় ৬১ রান করে আফ্রিদির শিকার হন মিচেল।


শেষ দিকে গ্লেন ফিলিপস এবং মার্ক চ্যাপম্যানের ছোটো দুটি ক্যামিওতে বড় সংগ্রহ গড়ে কিউইরা। ফিলিপস ১১ বলে ১৯ এবং চ্যাপম্যান ১১ বলে ২৬ রান করেন। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন আফ্রিদি এবং আব্বাস।


লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারে ১৮০ রান তুলে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন সদ্যই পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে দেয়া বাবর আজম। এ ছাড়া সাইম আইয়ুব ৮ বলে ২৭, মোহাম্মদ রিজওয়ান ১৪ বলে ২৫ এবং ইফতিখার আহমেদ ১৭ বলে ২৪ রান করেন।


নিউজিল্যান্ডের হয়ে ২৫ রান খরচায় চার উইকেট নেন সাউদি। দুটি করে উইকেট নেন অ্যাডাম মিলনে এবং বেন সিয়ার্স। এই ম্যাচের মাধ্যমে পাকিস্তানে নেতৃত্বের অভিষেক হয় আফ্রিদির। কিন্তু অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই হারতে হলো তাকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball