করোনা আক্রান্ত হয়ে টিম হোটেল ছাড়লেন সান্টনার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক
৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় পর ফিরে এলো করোনার আতঙ্ক। এবার কোভিড পজিটিভ হয়েছেন মিচেল সান্টনার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না এই স্পিন বোলিং অলরাউন্ডারের। ইতোমধ্যেই টিম হোটেল ছেড়ে গেছেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত সান্টনারকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। মূলত তার মৃদু উপসর্গ ছিল। পরে রেপিড এন্টিজেন পরীক্ষা করে দেখা যায় তার কোভিড-১৯ পজিটিভ হয়েছে।

দলের চিকিৎসকরা তার চলাফেরার ব্যাপারটি দেখভাল করছেন। বাকিদের থেকে আলাদা রাখতে টিম হোটেলের বাইরে হ্যামিল্টনেই নিজ বাসায় রাখা হয়েছে তাকে। করোনাভাইরাস আক্রান্ত হওয়া সত্ত্বেও মাঠে নামার নজির আছে।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
৫ ঘন্টা আগে
যদিও সান্টনারের ক্ষেত্রে এমনটা ঘটতে দেয়নি নিউজিল্যান্ড ক্রিকেট। তাকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। ২০২০ সালে ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা নিয়মিতই ছিল। কিন্তু গত দুই বছরে তা কমে যায়।
সাম্প্রতিক সময়ে আবারও এমন ঘটনা সামনে এলো। ২০২২ সালে নিউজিল্যান্ডের আয়ারল্যান্ড সফরেও অবশ্য করোনা আক্রান্ত হয়েছিলেন সান্টনার। সেবারও তাকে খেলায় নেয়নি কিউইরা।
আজ বাংলাদেশ সময় দুপুর ১২ টা ১০ মিনিটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। জানা গেছে, ১৪ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অনিশ্চিত সান্টনার। পুরোপুরি কোভিড নেগেটিভ না হলে তাকে খেলায় নেবে না কিউইরা।