কোহলির টি-টোয়েন্টি দলে ফেরার অপেক্ষা বাড়ল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
৭ ঘন্টা আগে
এক বছরের বেশি সময় ধরে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলা হচ্ছে না বিরাট কোহলির। এবার তার মাঠে ফেরার অপেক্ষা আরেকটু বাড়ল। ব্যক্তিগত কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না তিনি। এমনটা জানিয়েছেন দলটির হেড কোচ রাহুল দ্রাবিড়।
বৃহস্পতিবার মোহালিতে অনুষ্ঠিত হবে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচটি না খেললেও পরের দুই ম্যাচে পাওয়া যাবে বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারকে।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি কোহলি। লম্বা সময় পর কিছুটা চড়াই উতরাই পেরিয়ে দলে জায়গা করে নিয়েছেন তিনি।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে খুব বেশি টি-টোয়েন্টি খেলবে না ভারত। আর তাই কোহলির পাশাপাশি নিয়মিত অধিনায়ক রোহিতকেও ফিরিয়েছে ভারত। কোহলি প্রথম ম্যাচ না খেললেও সবগুলো ম্যাচই খেলার কথা রয়েছে রোহিতের।
আগামী ১৪ জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় ও ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে তৃতীয় ম্যাচ হবে। এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভারতীয় দলে নেই জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনায় রাখা হয়নি তাদের।
এই ব্যাপারে দ্রাবিড় বলেন, ‘গত দু-তিন বছরে কয়েকটা আইসিসি ইভেন্ট ছিল। যা একটার পর একটা করে হয়েছে। যে কারণে আইসিসি টুর্নামেন্টগুলোর মাঝে যথেষ্ট সময় পাওয়া যায়নি। যে কারণে আমরা নির্দিষ্ট সংস্করণ আর নির্দিষ্ট টুর্নামেন্টকে অগ্রাধিকার দিয়ে দল সাজিয়েছিলাম। সব খেলোয়াড় সব সংস্করণে খেলা অসম্ভব।’