promotional_ad

যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন বিসিবি সভাপতি পাপন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক

৫ ঘন্টা আগে
মুশফিক-মাহমুদউল্লাহ, বিসিবি

কিশোরগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। টানা কয়েকবার সংসদ নির্বাচিত হলেও এতদিন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাননি। লম্বা সময় ধরে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পাপন এবার মন্ত্রী হলেন। 


মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন পাপন।



promotional_ad

লম্বা সময় ধরেই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। তার সময়ে অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। তার সময়ে বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পাশাপাশি উঠেছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও। 


মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেও বিসিবি সভাপতি পদে বহাল থাকছেন পাপন। সাংবিধানিক ও গঠনতন্ত্রে বাধা না থাকায় দুই জায়গাতেই কাজ করবেন তিনি। তবে এবছরই বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে চান পাপন। এমনটা হলে বর্তমান প্যানেলের কেউ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।


এদিকে নতুন মন্ত্রী সভায় প্রধানমন্ত্রীসহ মোট ৩৭ জন সদস্য রয়েছেন। যেখানে ২৫ জন সংসদ সদস্য আছেন পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার অপেক্ষায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে বাকি ১১ জন নেবেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা নির্বাচিত হলেও নতুন মন্ত্রী সভায় জায়গা পাননি। 



আগামী পাঁচ বছর তারা দুজন সাধারণ সংসদ সদস্য হিসেবেই কাজ করবেন। মাশরাফি ও সাকিব জায়গা না পেলেও পাপনের মতো নতুন মন্ত্রী সভায় আছেন সাবের হোসেন চৌধুরি। বিসিবির সাবেক সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা-৯ আসন থেকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball