ওয়ার্নারকে ‘গ্রেট’ মনে করেন না বুকানন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি
২৯ জানুয়ারি ২৫
১৮ হাজারের বেশি রান, ৪৯ সেঞ্চুরির সঙ্গে একশর বেশি টেস্ট খেলেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা টেস্ট ওপেনার হিসেবে বিবেচনা করা হয় তাকে। পরিসংখ্যান তার পক্ষে কথা বললেও ওয়ার্নারকে গ্রেট মানতে নারাজ জন বুকানন। অস্ট্রেলিয়ার হয়ে দুবার বিশ্বকাপ জেতা এই কোচ মনে করেন, গ্রেট হতে হলে ভিন্ন কিছু লাগে।
কদিন আগে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ওয়ার্নার। ১১২ টেস্ট খেলা বাঁহাতি এই ওপেনার করেছেন ৮ হাজারের বেশি রান। ৪৪.৯ গড়ে রান তোলা ওয়ার্নারের ২৬ সেঞ্চুরির সঙ্গে আছে ৩৭ টি হাফ সেঞ্চুরি। ওয়ানডের পরিসংখ্যানও কথা বলছে ওয়ার্নারের পক্ষেই। ৫০ ওভারের ক্রিকেটে প্রায় ৭ হাজারের মতো রান করেছেন।

৪৫.৩০ গড়ে রান তোলা ওয়ার্নার করেছেন ২২ সেঞ্চুরি। টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি আছে বাঁহাতি এই ওপেনার। টেস্ট এবং ওয়ানডে থেকে অবসর নিলেও বেশ কিছুদিন খেলা চালিয়ে যাবেন টি-টোয়েন্টি ক্রিকেট। অজিদের মাঝে তিন সংস্করণ মিলে ওয়ার্নারের চেয়ে বেশি রান কেবল রিকি পন্টিংয়ের।
বিশ্ব ক্রিকেটে ওপেনিংয়ে তার চেয়ে বেশি রান করেছেন সানাথ জয়াসুরিয়া এবং ক্রিস গেইলের। হাজার খানেক রান করতে পারলে তাদের দুজনকেই ছাড়িয়ে যেতে পারবেন ওয়ার্নার। এদিকে অস্ট্রেলিয়ার এসইএন রেডিওর এক অনুষ্ঠানে বুকাননের কাছে জানতে চাওয়া হয়েছিল ওয়ার্নার কি গ্রেটদের কাতারে জায়গা পাবেন কিনা। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় না।’
ওয়ার্নারকে গ্রেটদের কাতারে না রাখলেও বাঁহাতি এই ওপেনারের ঝলমলে ক্যারিয়ারের প্রশংসা করেছেন বুকানন। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো এই কোচ বলেন, ‘আমি মনে করি, সে ক্যারিয়ারজুড়েই দারুণ খেলেছে। ৮ হাজারের বেশি রান, ১০০–এর বেশি টেস্ট, ১৬০-এর বেশি ওয়ানডে ও প্রায় ১০০ টি-টোয়েন্টি খেলেছে সে। সংস্করণভেদে অন্যদের সঙ্গে তুলনা করলে তার গড় ভালোই। আর খেলার ধরনের কারণেই তার স্ট্রাইক রেট অনেক বেশি।’
গ্রেট তকমার ব্যাখ্যা দিতে গিয়ে শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও ডন ব্র্যাডম্যানের উদাহরণ টেনেছেন তিনি। বুকানন বলেন, ‘শুধু যদি পারফরম্যান্সের বিচার করেন, তাহলে সে ওই উচ্চতায় আছে। কিন্তু আমার চোখে তারাই গ্রেট, যারা এমন কিছু করেছে, যা অন্যদের পক্ষে করা সম্ভব নয়। এভাবে ভাবলে আপনা–আপনিই ব্র্যাডম্যান, ম্যাকগ্রা ও ওয়ার্নের নাম চলে আসে। আমার কাছে ওরাই গ্রেট। অন্যরা কাছাকাছি আসবে, তবে একই ক্যাটাগরিতে পড়বে না। আর আমি ওয়ার্নারকে ওই ক্যাটাগরিতে দেখি না।’