ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ার্নারকে চান বেইলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি
২৯ জানুয়ারি ২৫
নতুন বছরের শুরুতেই ওয়ানডে ও টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। খেলবেন শুধু টি-টোয়েন্টি ক্রিকেট। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই বাঁহাতি ব্যাটারকে দলে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। কারণ একই সময়ে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে (আইএল টি-টোয়েন্টি) খেলার কথা ওয়ার্নারের।
মূলত ক্যারিয়ারের শেষ বেলায় এসে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতেই ওয়ার্নারের এমন সিদ্ধান্ত। ফলে আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইএল টি-টোয়েন্টির দুবাই ক্যাপিটালের অধিনায়কত্ব করবেন ওয়ার্নার। কিন্তু এই অজি ব্যাটার এখনো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। তাই আসন্ন টি-টোয়েন্টি সিরিজ তার জন্য বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

ওয়ার্নার অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে চলতি বছরের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ থাকবেন। আর চুক্তিতে থাকা ক্রিকেটাররা কোনো সিরিজের জন্য দলে ডাক পেলে, সেখানে খেলতে হবে। তাই দলটির প্রধাণ নির্বাচক জর্জ বেইলি আশা করছেন ওয়ার্নার আসন্ন সিরিজে খেলবেন। কারণ চুক্তিতে থাকা ক্রিকেটারদের সিরিজ চলাকালীন সময়ে ঘরোয়া লিগের জন্য এনওসি দেয়া হবে না।
ওয়ার্নারের খেলা নিয়ে বেইলি বলেন, 'তিনি (ওয়ার্নার) গ্রীষ্মের শেষের দিকে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচগুলিতেও অংশগ্রহণ করবেন। আমি মনে করি আমাদের বাকি অস্ট্রেলিয়ান চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ক্ষেত্রেও ব্যাপারটা একই। তাদের যদি কোনো (সিরিজের) জন্য স্কোয়াডে বাছাই করা হয়, তাহলে তারা সেখানে খেলার জন্য দলে থাকবে।'
এদিকে তিন ম্যাচের এই সিরিজ ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে কোনো ক্রিকেটার ঘরোয়া লিগকে প্রাধান্য দিলে এর উপযুক্ত কারণ যাচাই করবে সিএ। আর ওয়ার্নার যেহেতু নিশ্চিত করেছেন তার ওয়ানডে ক্রিকেট ছাড়ার অন্যতম কারণ ছিলো ফ্র্যাঞ্চাইজি লিগ। তাই এটাও সেখানে বিবেচিত হবে। তবে বেইলি চান ওয়ার্নার টি-টোয়েন্টিতে খেলুক এবং দেশের হয়ে আসন্ন বিশ্বকাপ জয় করুক।
বেইলি আরো বলেন, 'যদি তারা (ক্রিকেটাররা) না খেলে, তাহলে সেটা ঘরোয়া ক্রিকেটে তাদের খেলার প্রয়োজনীয়তার উপর নির্ভর করবে। তাই আমি মনে করি (ওয়ার্নার) সম্ভাব্য একটি কারণ দেখিয়েছেন যে, কেন তিনি ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। কিন্তু সত্যিই আমরা এখনও উত্তেজিত যে, তিনি টি-টোয়েন্টিতে দলকে এখনও কি দিতে পারেন। আমি আশা করি সে আরো একটি বড় ট্রফি (নিজের ঝুলিতে) যোগ করতে পারবেন।'