‘ইংল্যান্ডের হয়ে খেলাকেই প্রাধান্য দেই’, এসএ-টোয়েন্টি খেলতে এসে লিভিংস্টোন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’
২১ এপ্রিল ২৫
নিউজিল্যান্ড সিরিজের জন্য সাউথ আফ্রিকার আনকোরা স্কোয়াড ঘোষণার কারণে এখনও অনেক আলোচনা সমালোচনা চলছে। মূলত প্রোটিয়ারা যখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে একই সময়ে চলছে এসএ টোয়েন্টি। আর এই ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবারের মতো খেলতে এসেছেন লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের এই অলরাউন্ডার অবশ্য জাতীয় দলকে প্রাধান্য দেয়ার পক্ষে।
এসএ টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করছেন প্রোটিয়া তারকা ক্রিকেটাররা। ফলে নিউজিল্যান্ড সিরিজের জন্য ৭ জন একেবারে নতুন ক্রিকেটারকে নিয়ে দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক করা হয়েছে নেইল ব্যান্ডকে।

ব্যান্ড প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেই খেলেননি। এ কারণেই মূলত তুমুল সমালোচনা হচ্ছে। লিভিংস্টোন অবশ্য এসবের সমালোচনা করেননি। তবে ফ্র্যাঞ্চাইজির আগে জাতীয় দলকে প্রাধান্য দেয়ার মনোভাব ফুটে উঠেছে তার কথায়।
ভারত না পারলে এশিয়া কাপের সময় আইপিএল করতে চায় ইংল্যান্ড
১০ মে ২৫লিভিংস্টোন বলেন, 'হ্যাঁ, আমি মনে করি ইংল্যান্ডই প্রথমে (প্রাধান্যের তালিকায়) আসবে। আমরা বছরের শুরুতেই আমাদের ক্যালেন্ডার দেখি। কোথায় ফাঁকা আছে খুঁজি। তারপর আমরা যদি ভালো সুযোগ পাই বাইরে যাওয়ার এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার, তখন সেটা আমরা করি।'
'আমরা যদি মনে করি আমাদের বিশ্রাম নেয়া দরকার, নয়ত আন্তর্জাতিক ক্রিকেট পেছনে পড়ে যাবে; তখন সম্ভবত আমরা বিশ্রামই নেব। তাই আমার মনে বছরের শুরুতেই ঠিক করে ফেলা উচিত আপনি কোথায় যেতে পারবেন এবং খেলবেন।'
নিউজিল্যান্ড সিরিজ এসএ টোয়েন্টির সঙ্গে সংঘর্ষ হচ্ছে সেটা আগে থেকেই জানা গিয়েছিল। সেই সময় টেস্ট সিরিজ পিছিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। তবে সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। ফলে এই সংঘর্ষ মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের।