পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে অ্যাডামস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক
৮ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রে অ্যাডামস। পাঁচ ম্যাচের জন্য দলের বোলিং কোচের দায়িত্বে থাকবেন দেশটির সাবেক এই অলরাউন্ডার।
অ্যাডামসের পাশপাশি হেড কোচ গ্যারি স্টেডের কোচিং প্যানেলে কাজ করবেন নিয়মিত ব্যাটিং কোচ লুক রঙ্কিও। আজ অকল্যান্ডে নিউজিল্যান্ড স্কোয়াডের অনুশীলন করার কথা। এ দিনই দলের সঙ্গে যোগ দেয়ার কথা অ্যাডামসের।

আসন্ন এই সিরিজে কিউইদের কোচিং প্যানেলে থাকবেন না স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ক্রিস ডোনাল্ডসন এবং টিম পারফরম্যান্স ম্যানেজার সাইমন ইনসলে। কোচিং স্টাফে তাদের বিকল্পও নিয়েছে কিউইরা।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
৮ ঘন্টা আগে
ক্রিকেট ওয়েলিংটনের হেড অফ অ্যাথলেট ডেভেলপমেন্ট ম্যাট লং এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্টস হাই পারফরম্যান্স ম্যানেজার ডেভ মেয়ারিং এই দুটি শূন্যস্থান পূরণ করবেন। দুজন যথাক্রমে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং টিম পারফরম্যান্স ম্যানেজারের দায়িত্বে থাকবেন।
পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী ১২ জানুয়ারি অকল্যান্ডে শুরু হবে। শেষ দুটি টি-টোয়েন্টির জন্য ক্রাইস্টচার্চে যাওয়ার আগে দলগুলো দ্বিতীয় এবং তৃতীয় খেলার জন্য হ্যামিল্টন এবং ডুনেডিনে যাবে।