promotional_ad

টেস্টে ওপেনিংয়ে স্মিথ, ওয়ানডেতে হলেন অধিনায়ক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি

৫ মার্চ ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ফাইনালে নিলেন কোহলি, ফাইল ফটো

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে স্টিভ স্মিথ। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রামে দিয়ে এমন স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্মিথের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাভিস হেড।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকবেন জস হ্যাজলউড ও মিচেল স্টার্ক। ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকলেও টেস্ট সিরিজে খেলবেন এই দুই অজি পেসার। বিশ্রামে আছেন অলরাউন্ডার মিচেল মার্শও।


১৩ সদস্যের জন্য ঘোষিত এই স্কোয়াডে ডাক পেয়েছেন ফাস্ট বোলার ল্যান্স মরিস। এই সিরিজে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। ২০২২ সালের পর থেকে দলে না থাকা ঝাই রিচার্ডসনওকেও এবার দলে রেখেছে সিএ। এ ছাড়া সুযোগ পেয়েছেন অ্যারন হার্ডি, ম্যাট শর্ট ও নাথান এলিস।



promotional_ad

আগামী ২ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ খেলবে যথাক্রমে সিডনিতে ও ক্যানবেরায়।


আরো পড়ুন

বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান

১১ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জোমেল ওয়ারিক্যান, পিসিবি

এদিকে অজিদের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার ম্যাট রেনশ। ডেভিড ওয়ার্নারের ফেলে রাখা শূন্যস্থান পূরণ করতে পারেন তিনি। যদিও অস্ট্রেলিয়ার নির্বাচকদের প্রধান জর্জ বেইলির ইঙ্গিত, টেস্টে ওপেন করতে পারেন স্মিথ।


বেইলি বলেন, ‘আমি তো বলব, সবকিছুই পরীক্ষা-নিরীক্ষার অংশ। স্টিভের সঙ্গে এ নিয়ে (ওপেন করা নিয়ে) কথাও হয়েছে। আমি বিশ্বাস করি, ওর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে এটি।’


অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড- স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্র্যাভিস হেড (সহ-অধিনায়ক), শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জস ইঙ্গলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, জায়ে রিচার্ডসন, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।



অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের জন্য স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball