বরিশালের হয়ে বিপিএল খেলতে মিলারের সঙ্গে আসছেন থুসারা
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফাইনালে নিউজিল্যান্ডকে সমর্থন দেবেন মিলার
৬ মার্চ ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে এখনও দিন দশেক বাকি রয়েছে। বেশ কয়েকটি টুর্নামেন্টের সঙ্গে সূচির সাংঘর্ষিক হওয়ায় সেপ্টেম্বরে ড্রাফট শেষ হওয়ার পরও এখনও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারছে ফ্র্যাঞ্চাইজিরা। সেই সুযোগ লুফে নিয়ে ডেভিড মিলারকে দলে নিয়েছে ফরচুন বরিশাল।
সাউথ আফ্রিকার এসএ-২০ শেষ করে বিপিএলে খেলতে আসবেন বিধ্বংসী এই ব্যাটার। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল। তবে তাদের হয়ে কয়টি ম্যাচ খেলতে আসবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মিলারের পাশাপাশি শ্রীলঙ্কার নুয়ান থুুসারাকেও দলে নিয়েছে বরিশাল। লঙ্কান এই পেসার মাঠ মাতাবেন দলটির হয়ে।

বরিশালের হয়ে দেশি ক্রিকেটার হিসেবে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকারের মতো ক্রিকেটার। ড্রাফটের আগে তামিমের সঙ্গে সরাসরি চুক্তি করে বরিশাল। এর আগে মিরাজকে রিটেইন করে তারা।
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
ড্রাফট থেকে তারা দলে নিয়েছে মাহমুদউল্লাহ, মুশফিক, সাইফউদ্দিন, সৌম্যদের মতো ক্রিকেটারদের। বিদেশি হিসেবে আছেন শোয়েব মালিক, ফখর জামান, পল স্টার্লিং, মিলার, থুসারা, আব্বাস আফ্রিদি, আকিফ জাভেদ, ইব্রাহিম জাদরানের মতো ক্রিকেটাররা।
ফরচুন বরিশাল- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মেহেদী হাসান রানা, আব্বাস আফ্রিদি, মুশফিকুর রহিম, রকিবুল হাসান জুনিয়র, মোহাম্মদ সাইফউদ্দিন, দুনিথ ওয়ালল্লাগে, সৌম্য সরকার, ইয়ানিক ক্যারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রিতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ, ডেভিড মিলার, নুয়ান থুসারা।