promotional_ad

জিম্বাবুয়ে সিরিজের দুই টেস্ট বাদ দেয়ার চেষ্টায় বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক

৫ ঘন্টা আগে
মুশফিক-মাহমুদউল্লাহ, বিসিবি

আগামী  ১ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে এই বিশ্ব আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবেন বাংলাদেশের ক্রিকেটাররা।


এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এরপর আগামী মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে টাইগারদের। যদিও বিশ্বকাপের আগে টেস্ট সিরিজ খেলতে অনাগ্রহী বাংলাদেশ।



promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন তারা জিম্বাবুয়ে সিরিজের দুটি টেস্ট বাদ দেয়ার চেষ্টা করছেন। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা।


আরো পড়ুন

জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ, মিরপুরে নেই কোনো টেস্ট

৮ মার্চ ২৫
ফাইল ছবি

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'মিডিয়া থেকে আমার কাছে একজন জানতে চেয়েছিল সে আমাকে জিজ্ঞেস করেছিল এরকম নাকি প্ল্যান আছে। আমি বলেছি এটা এখনও চূড়ান্ত নয়। কিন্তু আমরা চাইবো যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে এরপর পাঁচটা টি-টোয়েন্টি। এই পাঁচটা টি-টোয়েন্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'


তিনি আরও বলেন, 'আমরা এখনও সিদ্ধান্ত নিইনি কিন্তু চাইবো ২ টা টেস্ট কমানো যায় কিনা। তাহলে পরবর্তীতে আমরা অন্য জায়গায় সরিয়ে নিতে পারি। এটা এখনও আনুষ্ঠানিক না। এখন আমরা আনঅফিশিয়াল বলতে পারি এরকম চাইছি পরে এটা জানাতে পারব। যেহেতু আমরা জিম্বাবুয়ের সঙ্গে আইটেনেরি নিয়ে চুক্তি সই করিনি। এজন্য এই মুহূর্ত বলা কঠিন।'



সামনেই বিপিএলের ব্যস্ততা। এরপর শ্রীলঙ্কা সিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটকে বাংলাদেশের ক্রিকেটারদের। ফলে এখনই জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ভাবনার কোনো কারণ দেখছেন না জালাল ইউনুস। যেহেতু সময় আছে তাই ধীরে সুস্থেই এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।


জালাল ইউনুস বলেন, 'হলে পরে পরবর্তী সরিয়ে নেয়া হবে। তবে এখনও চূড়ান্ত নয়। যেহেতু এখনও দেরি আছে, শ্রীলঙ্কার পর জিম্বাবুয়ে সেহেতু আমাদের সময় আছে এখনও।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball