‘সময় নষ্ট করতে চাইনি’, দ্রুত অনুশীলনে ফেরা নিয়ে সাকিব

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
৫ মার্চ ২৫
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই ক্রিকেটে ফেরার লড়াই শুরু করলেন সাকিব আল হাসান। রংপুরের অনুশীলনে মাঠে ফিরেই বাংলাদেশের অধিনায়ক জানালেন, লম্বা সময় ধরে মাঠে না থাকার কারণেই জাতীয় নির্বাচন শেষে অনেকটা তাড়াহুড়ো করেই অনুশীলন শুরু করেছেন তিনি।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি নিতে গতকাল সোমবার (০৮ জানুয়ারি) ট্রেনার ডাক্তার এবং কোচ নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিবিড় অনুশীলন শুরু করেন তিনি। মঙ্গলবার নিজ বিপিএল দল রংপুর রাইডার্সের সঙ্গে অনুশীলন শুরু করেন তিনি।

জাতীয় নির্বাচনের ব্যস্ততা শেষ করে গতকাল বিকেল সোয়া ৩টার দিকে সাকিবকে ইনডোরে প্রবেশ করতে দেখা যায়। কোচ নাজমুল আবেদীন ফাহিম, ট্রেনার বায়েজিদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার এবং চিকিৎসক মনজুর হোসেন আসেনরা চলে আসেন তার চাওয়াতেই।
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
৬ ঘন্টা আগে
আজ সকালে মিরপুরে ব্যস্ত ছিলেন সাকিব। যদিও দুপুর নাগাদ বসুন্ধরায় চলে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানেই দলের সঙ্গে অনুশীলনে যুক্ত হন তিনি। এ দিন ব্যাট হাতে নকিং করতে দেখা যায় তাকে।
অনুশীলন শুরু করা নিয়ে সাকিব বলেন, 'প্রায় আড়াই মাস ধরে মাঠের বাইরে। কোনো ফিটনেসের কাজ করি নাই। স্কিলের কাজ করতে পারি নাই। প্রস্তুত হতে তো সময় লাগবেই। এ কারণেই সময় নষ্ট করতে চাইনি।'
গত বিশ্বকাপের পরই সাকিব ব্যস্ত ছিলেন নির্বাচনী প্রচারণায়। ৭ জানুয়ারি ভোটের শেষ হওয়া পর্যন্ত এমনই ব্যস্ততা ছিল তার। মাগুরা-২ আসন থেকে প্রায় দুই লাখ ভোটে বিজয়ী হওয়ার পর সেদিন ভোর রাতে সাকিব ঢাকায় ফেরেন। আর দুপুরে পৌঁছান মিরপুরে।
আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে পুরোদমে খেলার জন্য মাগুরায় নির্বাচনী প্রচারণার ফাঁকে হালকাভাবে ফিটনেসের কাজ করছিলেন সাকিব। এবার ব্যাটে-বলের লড়াই শুরু করে দিলেন তিনি। এদিকে আঙুলের ইনজুরি দ্রুতই সেরে উঠছে তার। সাকিব আরও বলেন, 'যেহেতু বোলিং ফিঙ্গারে ইনজুরি। আরও কিছুদিন সময় লাগবে। তবে দ্রুতই উন্নতি হচ্ছে।'