ললিত মোদি আমার ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকি দিয়েছিল: প্রবিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে খেলবেন না ব্রুক, হতে পারেন নিষিদ্ধ
১৪ ঘন্টা আগে
ভারতের হয়ে এক সময় তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলেছেন প্রবীন কুমার। সাদা পোশাকের ক্রিকেটে খুব বেশিদিন থিতু না হলেও রঙিন পোশাকে ভারতের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। মাত্র ৬ টেস্টেই সাদা পোশাকের ক্যারিয়ার থেমে গিয়েছিল প্রবিনের। এই ফরম্যাটে তার নামের পাশে ছিল ২৭ উইকেট।
পাশাপাশি ৬৮ ওয়ানডেতে ৭৭ উইকেট ও ১০ টি-টোয়েন্টিতে বল হাতে নিয়েছিলেন ৮ উইকেট। এর বাইরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ডানহাতি এই পেসার।

২০০৮ সালের আইপিএলে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার প্রস্তাব দেয়া হয়েছিল। তবে দলটিতে যোগ দিতে আগ্রহী ছিলেন না প্রবিন। তিনি দিল্লির হয়ে খেলতে চেয়েছিলেন। দিল্লি তার প্রিয় শহর ছিল। এ ছাড়া তার বাড়ি মিরাটের খুব কাছেই। দিল্লি থেকে সেখানে যাওয়ারও সুব্যবস্থা ছিল।
আইপিএলের আসর শুরুর আগে দলটির পক্ষ থেকে তাকে একটি কাগজে স্বাক্ষর করতে বলা হয়েছিল। তখন প্রবিন জানতেনই না এটা আইপিএলের চুক্তিপত্র। এরপর দলটির হয়ে খেলতে অস্বীকৃতি জানানোর পর তার ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকি দিয়েছিলেন ললিত মোদি।
এ প্রসঙ্গে প্রবিন বলেন, ‘আমি বেঙ্গালুরুর হয়ে খেলতে চাইনি কারণ বেঙ্গালুরু আমার বাড়ি থেকে অনেক দূরে ছিল, আমি ইংরেজি জানতাম না এবং খাবারও আমার পছন্দের ছিল না। দিল্লি মিরাটের খুব কাছে, যে কারণে আমি মাঝে মাঝে আমার বাড়িতে যাওয়ার সুযোগ পেতাম।’
ললিত মোদির হুমকি নিয়ে প্রবিন বলেন, ‘যাইহোক, একজন ব্যক্তি ছিলেন যিনি আমাকে একটি কাগজে স্বাক্ষর করিয়েছিলেন। আমি জানতাম না এটা একটা চুক্তি। আমি তাকে বলেছিলাম যে আমি দিল্লির হয়ে খেলতে চাই, বেঙ্গালুরুর জন্য নয়। এর পর ললিত মোদী আমাকে ফোন করে আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেন।’
এসব ঘটনা ছাপিয়ে আইপিএলের প্রথম আসরে বেঙ্গালুরুর হয়ে মাঠে নেমেছিলেন প্রবিন। আইপিএল ইতিহাসের প্রথম বলটিও করেছিলেন তিনি। আইপিএল ক্যারিয়ারে ১১৯ ম্যাচে ৯০ উইকেট নিয়েছিলেন প্রবিন। ক্রমাগত ইনজুরি ও দুর্বল ফিটনেসের কারণে আইপিএলেও ক্যারিয়ার লম্বা হয়নি ভারতীয় এই পেসারের।