promotional_ad

প্রথম দুই টেস্টে অনিশ্চিত শামি, অস্ত্রোপচারের টেবিলে সূর্যকুমার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অধিনায়ক নয় নেতা হয়ে উঠতে চান সূর্যকুমার

২৪ জানুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব, বিসিসিআই

ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। এই সিরিজের প্রথম দুটি টেস্টে নাও খেলতে পারেন মোহাম্মদ শামি। গোড়ালিতে পাওয়া চোট এখনও সারেনি তার। এদিকে হার্নিয়ার অস্ত্রোপচার করাবেন সূর্যকুমার যাদব। যার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকে নাও খেলা হতে পারে তার।


২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে এই দুটি ম্যাচেই অনিশ্চিত গত বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নেয়া শামি।



promotional_ad

সূত্রমতে, ‘শামি এখনো বোলিং শুরু করেনি। তাকে এনসিএতে (জাতীয় ক্রিকেট একাডেমি) গিয়ে আগে ফিটনেস পরীক্ষা করাতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য তাকে নিয়ে আমরা ঠিক নিশ্চিত নই।’


আরো পড়ুন

‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’

৮ ঘন্টা আগে
সুনীল গাভাস্কার (বামে), ইনজামাম উল হক (ডানে)

এদিকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার সূর্যকুমার কিছুদিন ধরেই হার্নিয়ার সমস্যায় ভুগছেন। জার্মানিতে তার অস্ত্রোপচার করানোর কথা রয়েছে। আইপিএল শুরুর আগেই সূর্যকুমার পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। যদিও 'টাইমস অব ইন্ডিয়া'র তথ্য অনুযায়ী আইপিএলের শুরুর দিকে নাও খেলা হতে পারে সূর্যকুমারের।


বিসিসিআইয়ের একটি সূত্র তাদের বলেছে, ‘কিছুদিন আগে সূর্যকুমারের হার্নিয়া ধরা পড়ে। সে জাতীয় ক্রিকেট একাডেমিতে এখন সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আছে। অস্ত্রোপচার করাতে সে দুই থেকে তিন দিনের মধ্যে জার্মানির মিউনিখে যাবে। এর অর্থ হলো মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে সে এবার অবশ্যই আর খেলবে না এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে শুরুতে কিছু ম্যাচে না-ও খেলতে পারে।’



এদিকে আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূর্যকুমার অবশ্য সেই বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট থাকবেন বলে নিশ্চয়তা দিয়েছে সেই সূত্র, ‘জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুস্থ হয়ে উঠতে তাকে এর আগে যত সময় প্রয়োজন, দেয়া হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অনেক কিছুই তার ওপর নির্ভর করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball