ভারত সিরিজের আগে ইংল্যান্ডকে সতর্ক করে দিলেন সোয়ান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
৮ ঘন্টা আগে
কদিন পরেই ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে যাচ্ছে ইংল্যান্ড। আসন্ন এই সিরিজ নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। সাউথ আফ্রিকার মাটিতে সিরিজ ড্র করে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ভারতীয় দল। অন্যদিকে দীর্ঘ বিরতির পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে চলেছে ইংলিশরা। ফলে আসন্ন ভারত সফর তাদের জন্য সহজ হবে না সেটা বেশ ভালোভাবেই জানে ইংলিশরা।
উপমহাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব। ফলে ভারতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ইংলিশ ব্যাটারদের। সিরিজ শুরুর আগেই ইংলিদের সতর্ক করে দিয়েছেন দেশটির সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান। তিনি মনে করেন আসন্ন এই সিরিজে স্পিন বান্ধব উইকেটেই খেলা হবে। তাই আগে থেকে মানসিকভাবে প্রস্তুতির পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সোয়ান বলেন, ‘এদিক-ওদিক বেশি কথা ঘুরিয়ে কোনও লাভ নেই। আমরা ভারতে যেসব পিচে খেলতে চলেছি, আমি নিশ্চিত যে, ওই পিচগুলো স্পিনবান্ধব হবে। প্রথম দিন থেকেই পিচে বল স্পিন করবে বলে আমি মনে করি। ইংল্যান্ডকে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে।’
এক দশকেরও বেশি সময় ধরে ভারতের মাটিতে সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। ভারতে এসে তাদের সিরিজ জয়ের স্মৃতি ২০১২ সালের। যদিও এবার ভারতের বিপক্ষে সিরিজ জয়ের দৃঢ় লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে ইংলিশরা। বিশেষ করে ভারতের মাটিতে বাজবল দেখার জন্য মুখিয়ে থাকবেন দর্শকরা।
বেশ কয়েকদিন আগেই ভারতের বিপক্ষে নিজেদের আক্রমণাত্মক ক্রিকেট ??ালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি জানিয়েছিলেন ভারতের বিপক্ষেও 'বাজবল' পরীক্ষা করতে মুখিয়ে আছেন তিনি।
ম্যাককালাম বলেছিলেন, 'ভারতে পাঁচ টেস্টের সিরিজে আমরা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবো। আমি সিরিজটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবাই চায় সেরা দলের বিপক্ষে নিজেদের পরখ করতে। আমি বিশ্বাস করি ভারত নিজেদের কন্ডিশনে সেরা দল। এটা আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জ। যদি সফল হই দুর্দান্ত ব্যাপার হবে। আর সফল না হলেও জানি আমাদের কি করতে হবে।’