‘টেস্টের জন্য প্রচুর সময় আছে’, এসএ টোয়েন্টির পাশে স্মিথ
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার ৩ সাবেক ক্রিকেটার গ্রেপ্তার
৩ ডিসেম্বর ২৪
দুদিন আগেই টেস্ট ক্রিকেটের অধঃপতনের কারণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে দায়ী করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। মূলত ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকার ২ ম্যাচের টেস্ট সিরিজ, কেপটাউন টেস্টের ২ দিনে সমাপ্তি ও নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রোটিয়াদের আনকোরা দল ঘোষণার কারণে অনেক আলোচনা সমালোচনা চলছে।
প্রোটিয়ারা যখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে একই সময়ে চলবে এসএ টোয়েন্টি। প্রোটিয়াদের তারকা ক্রিকেটাররা সেখানেই ব্যস্ত থাকবেন। ফলে নিউজিল্যান্ড সিরিজের জন্য ৭ জন একেবারে নতুন ক্রিকেটারকে নিয়ে দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক করা হয়েছে নেইল ব্যান্ডকে। তিনি প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেই খেলেননি।

এ কারণেই মূলত তুমুল সমালোচনা হচ্ছে। অবশ্য এই সময় এসএ টোয়েন্টির হয়েই ব্যাট ধরেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। তার মতে এসএ টোয়েন্টি হয় বছরের মাত্র চার সপ্তাহ। ফলে বছরের বাকি সময়টা পড়ে রয়েছে টেস্টের জন্য। তিনি এটাকেই যথেষ্ট মনে করেন।
এসএ টোয়েন্টিকে দুনিয়ার দ্বিতীয় সেরা লিগ বানাতে চান স্মিথরা
৭ ফেব্রুয়ারি ২৫
এসএ টোয়েন্টির লিগ কমিশনার স্মিথ বলেন, ‘সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড এসএ টোয়েন্টিকে ভবিষ্যতের বড় অংশ হিসেবে এবং সফল হয়ে ওঠার সুযোগ করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, এটা (এসএ টোয়েন্টি) বছরে চার সপ্তাহের ব্যাপার। এর বাইরে টেস্ট ক্রিকেটের জন্য প্রচুর সময় আছে।’
সাউথ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাডও এসএ টোয়েন্টির পক্ষেই নিজের মতামত জানিয়েছিলেন। আর্থিক কারণে সাউথ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগ না থাকলে টেস্ট ক্রিকেটেরও অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছিলেন অভিজ্ঞ এই কোচ।
নিউজিল্যান্ড সিরিজ এসএ টোয়েন্টির সঙ্গে সংঘর্ষ হচ্ছে সেটা আগে থেকেই জানা গিয়েছিল। সেই সময় টেস্ট সিরিজ পিছিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। তবে সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। ফলে এই সংঘর্ষ মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের। এদিকে স্মিথ মনে করেন টি-টোয়েন্টির সঙ্গে পাল্লা দিয়েও টেস্টের জনপ্রিয়তা আগের মতোই থাকবে।
তার ভাষ্য, ‘টি-টোয়েন্টি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ায় ভূমিকা রাখে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের দিকে তাকান, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দিকে তাকান। বুঝবেন, কীভাবে টি-টোয়েন্টি মানুষকে ক্রিকেটের দিকে আকর্ষণ করছে। আর আমি সব সময় টেস্ট ক্রিকেটকে পছন্দ করি। আমার সময়ে আমরা যা অর্জন করেছিলাম, আমার যেসব রেকর্ড, আমি চাই সেসব টিকে থাকুক।’