promotional_ad

পাকিস্তান অধ্যায় শেষ করে গ্ল্যামরগনে ব্র্যাডবার্ন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’

৮ ঘন্টা আগে
সুনীল গাভাস্কার (বামে), ইনজামাম উল হক (ডানে)

দুই বছরের জন্য পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। মেয়াদের এক বছর না যেতেই দলটির দায়িত্ব ছাড়লেন তিনি। কিউই এই কোচ এবার পাড়ি জমিয়েছেন ইংলিশ কাউন্টিতে।


তিন বছরের জন্য গ্ল্যামরগনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ফেব্রুয়ারির শুরু থেকেই তার দলটির সঙ্গে কাজ শুরু করার কথা রয়েছে। নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্র্যাডবার্ন। তিনি পাকিস্তান দলকেও শুভকামনা জানিয়েছেন।



promotional_ad

ব্র্যাডবার্ন বলেন, 'পাকিস্তান ক্রিকেটের সঙ্গে চমৎকার অধ্যায়ের ইতি টানার এখনই সময়। ৫ বছরে তিনটি ভূমিকায় কাজ করেছি, নিজের অর্জন নিয়ে আমি গর্বিত। দারুণ সব খেলোয়াড়, কোচ ও স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। পাকিস্তান দল, স্টাফ ও দলের সঙ্গে সম্পৃক্ত সবার সাফল্য ও উন্নতি কামনা করি।'


২০১৮ সাল থেকেই পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন ব্র্যাডবার্ন। শুরুতে ফিল্ডিং কোচ হিসেবে তিনি যুক্ত হলেও এরপর লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয় তার কাঁধে। এরপর সাকলাইন মুশতাক পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়লে তার স্থলাভিষিক্ত হন ব্র্যাডবার্ন।


পাকিস্তান সর্বশেষ নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজে এই কিউই কোচের অধীনেই খেলেছে। এমনকি বিশ্বকাপেও পাকিস্তানের দায়িত্বে ছিলেন ব্র্যাডবার্ন। দলটির সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে ছিলেন মিকি আর্থারও। 



বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল দুই কোচকেই। অবশেষে নিজেই সরে দাঁড়িয়েছেন ব্র্যাডবার্ন। যদিও টিম ডিরেক্টর মিকি আর্থারের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball