আইপিএলে খেলার সুযোগ না পেয়ে আক্ষেপ নেই শরিফুলের
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
৮ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে এবার নাম দিয়েছিলেন এক ঝাঁক ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় মুস্তাফিজুর রহমানের সঙ্গে ছিলেন কেবল তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনায় তাসকিন ও শরিফুল নিজেদের নাম সরিয়ে নেন।
নিলাম থেকে মুস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে খেলার সুযোগ না পেলেও কোনো আক্ষেপ নিয়ে কোনো আক্ষেপ নেই শরিফুলের। তিনি মনে করেন ভবিষ্যতে আইপিএলে খেলার সুযোগ তার আরও আসবে।

সম্প্রতি ক্রিকবাজের সঙ্গে এক সাক্ষাৎকারে শরিফুল বলেছেন, 'না (হতাশ না), আমি এখনও তরুণ এবং আশা করছি ভবিষ্যতে আরও অনেক সুযোগ আসবে আমার জন্য। বিসিবি যেটা ভালো মনে করে আমি সেটা নিয়ে সন্তুষ্ট। সামনেই আমাদের বিশ্বকাপ রয়েছে, তারা সম্ভবত আমাদের ফিট রাখতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেছে এই বৈশ্বিক আসরকে মাথায় রেখে।'
আইপিএলে খেলবেন না ব্রুক, হতে পারেন নিষিদ্ধ
১৬ ঘন্টা আগে
শরিফুল মনে করেন এ বছর ভালো করতে পারলে আগামী বছর আবারও আইপিএলের দলগুলো তার প্রতি আগ্রহ দেখাবে। আর আইপিএলের সময় জাতীয় দলের খেলা না থাকলে বিসিবিও তাকে খেলার সুযোগ দেবে বলে বিশ্বাস বাংলাদেশের এই পেসারের।
এ প্রসঙ্গে শরিফুল বলেন, 'আমি যদি এই বছর ভালো করি, তাহলে আগামী বছর আমি আবার সুযোগ পাবো (নিলামে) এবং এই সময় যদি আমাদের খেলা না থাকে তাহলে আমি আইপিএলে খেলতে পারব। কারণ আমি আশাবাদী যদি জাতীয় দলের খেলার সঙ্গে সংঘর্ষ না হয় তাহলে তারা আমাকে খেলার সুযোগ দেবে।'
বর্তমান বিশ্বের সব ক্রিকেটারেরই আইপিএলের খেলার স্বপ্ন থাকে। শরিফুলও আইপিএলে খেলতে চান। নিজের স্বপ্নের কথা জানিয়ে শরিফুল বলেন, 'আমার মনে হয় বিশ্বের সব ক্রিকেটার আইপিএলে খেলার স্বপ্ন দেখে এবং আমিও আইপিএলে খেলার স্বপ্ন দেখি, যদি কখনও সুযোগ পাই।'