নির্বাচনে বিপুল ভোটে জয়ী সাকিব-মাশরাফি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
৫ মার্চ ২৫
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয় ধরা হয় সাকিব আল হাসানকে। তিনিই এবার রাজনীতির মাঠে। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে দাঁড়িয়েই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ দলের তিন ফরম্যাটের এই অধিনায়ক।
তিনি মাগুরা-১ (শ্রীপুর-সদর একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন। এই আসনে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন সাকিব। অন্যদিকে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তিনি এর আগে ২০১৮ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মাশরাফি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৬ হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৭টি, এর মধ্যে ৯৩টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ঝুলিতে গেছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি প্রতীক) পেয়েছেন ২ হাজার ৮২ ভোট। এদিকে নির্বাচনে অংশ নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে দুইবার একই আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন।
নির্বাচনে বিজয়ী হয়েছেন বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেলও। তিনি মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন। তিনিও বাংলাদেশ আওয়ামী লিগের মনোনীত প্রার্থী ছিলেন।