promotional_ad

ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন রোহিত-কোহলি

সংগৃহীত
promotional_ad

দীর্ঘ বিরতির পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আসন্ন আফগানস্তান সিরিজে রোহিতের নেতৃত্বেই ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপের এটাই ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ।


এই সিরিজের দলে নেই হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। দুজনই ইনজুরিতে ভুগছেন। হার্দিক বিশ্বকাপের মাঝ পথে বাংলাদেশের বিপক্ষে পায়ের চোটে পড়েছিলেন। অন্যদিকে সূর্যকুমার সর্বশেষ সাউথ আফ্রিকা সিরিজে গোড়ালির চোটে পড়েন। ফলে তাদের ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা।



promotional_ad

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর টি-টোয়েন্টিতে আর দেখা যায়নি রোহিতকে। যদিও ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিতের নেতৃত্বেই খেলেছে ভারত। তবে শিরোপা জিততে পারেনি।


আরো পড়ুন

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই

৫ মার্চ ২৫
আফগানিস্তানের জার্সিতে আজমতউল্লাহ ওমরজাই, আইসিসি

ভারতীয় গণমাধ্যমের দাবি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হতে পারে। তবে আফগানিস্তান সিরিজে হার্দিক না থাকায় রোহিতকেই অধিনায়ক হিসেবে বহাল রেখেছেন ভারতের নির্বাচকরা।


আগামী ১১ জানুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত ও আফগানিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৪ ও ১৭ জানুয়ারি। এরপর ২৫ জানুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট খেলতে নামবে রোহিত শর্মার দল।



ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড-


রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইয়াসভি জায়সাওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আভেষ খান ও মুকেশ কুমার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball