নড়াইলে নিজ কেন্দ্রে ভোট দিলেন মাশরাফি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আনফিট’ মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট
২৮ ডিসেম্বর ২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নড়াইল সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
ভোট দেয়ার পর উপস্থিত সাংবাদিকের মাশরাফি জানান, ভোটার উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত তিনি সন্তুষ্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা আরও বাড়বে বলে বিশ্বাস মাশরাফির। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী হলেও সেটি নিশ্চিত হতে ভোটগ্রহণ ও গণনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তিনি।

গণমাধ্যমকে মাশরাফি বলেন, 'ভোট ভালো হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছে, খুব ভালো লাগছে। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারতো। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও এসে ভোট দিচ্ছে।'
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
৮ ঘন্টা আগে
'সকাল ৮টা থেকে উনারা লাইনে দাঁড়িয়ে আছে দেখে খুব ভালো লাগছে। যারা এখনও আসেনি তারা হয়ত ১টা থেকে ২টার মধ্যে চলে আসবে। বেলা যত বাড়বে ভোটারও আরও বেশি বাড়বে।'
জানা গেছে, নড়াইল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।
এর আগে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান আজ রোববার সকাল আটটার দিকে দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। পিতা এবং বোনকে সঙ্গে নিয়ে ভোট দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।