টেস্টে ওপেন করতে রাজি স্মিথ, সম্মতি নেই কামিন্সের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে থেকে অবসরে স্টিভ স্মিথ
৫ মার্চ ২৫
ডেভিড ওয়ার্নার অবসরের ঘোষণা দেয়ার পর থেকেই আলোচনায় ছিল টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের সূচনা কে করবেন, তা নিয়ে। এ নিয়ে গণমাধ্যমে শোনা গেছে বেশ ক'টি নাম। নতুন করে শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার সম্ভাব্য টেস্ট ওপেনার হতে যাচ্ছেন স্টিভ স্মিথ। এতে রাজি আছেন নিয়মিত চারে নামা এই ব্যাটারও। তবে স্মিথকে ওপেন করতে পাঠিয়ে ব্যাটিং অর্ডার ওলটপালট করার পক্ষে নন প্যাট কামিন্স।
ক্যামেরন বেনক্রফট, ম্যাট রেনশ, মার্কাস হ্যারিস, ক্যামেরন গ্রিন- অনেকজনকেই ইতোমধ্যে অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট ওপেনার হিসেবে ধরে নেয়া হয়েছে অজি মিডিয়ায়। এর মধ্যে সবার শেষে যুক্ত হয়েছে স্মিথের নাম।

অথচ ক্যারিয়ারে সবচেয়ে বেশি চার নম্বরেই ব্যাটিং করেছেন স্মিথ। চার নম্বরে ১১১ ইনিংসে তার সেঞ্চুরি ১৯টি, গড় ৬১.৪৬। এই পজিশনে এতোটা সফল হওয়ার পরও দলের প্রয়োজনে ওপেন করতে রাজি হয়েছেন স্মিথ।
এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স
২৫ ফেব্রুয়ারি ২৫
সম্প্রতি তিনি বলেন, ‘আসলে আমিও ওপরে যেতে পারলে খুশিই হব। আমি খুবই আগ্রহী, এটাই যদি তারা করতে চায়। আমি নিশ্চিত, নির্বাচকেরা ও রন (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) এবং প্যাটি (কামিন্স) এই ম্যাচের পর এই প্রসঙ্গে আলোচনা করবে। তবে হ্যাঁ, আমি নিশ্চিতভাবেই আগ্রহী।’
এদিকে স্মিথ ওপেন করতে চাইলেও আপাতত অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটিং লাইনআপ ওলটপালট করার পক্ষে নন কামিন্স। ওপেনিংয়ে অন্য কাউকেই পছন্দ তার। যদিও উসমান খাওয়াজার সঙ্গী হিসেবে কামিন্স কাকে চান সেটা তিনি জানাননি।
কামিন্স বলেন, ‘চার নম্বরে স্মিথের পারফরম্যান্সে আমি খুবই খুশি। অবশ্যই মারনাস (লাবুশেন), স্মাজ (স্মিথ), ট্রাভ (হেড) এবং মিচেল (মার্শ) ৩, ৪, ৫ ও ৬–এ দুর্দান্ত। তাই আমার প্রাথমিক ভাবনা হচ্ছে সম্ভবত ব্যাটিং অর্ডারকে এলোমেলো না করা।’