ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
৫ মার্চ ২৫
সাউথ আফ্রিকাকে আগের দিনই সবচেয়ে কম দৈর্ঘ্যের টেস্টে হারিয়েছে ভারত। পরের দিনই দুঃসংবাদ শুনেছে দলটি। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা দলটিকে পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া। বর্তমানে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠেছে শেষবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা বিজয়ী দলটি।
প্রায় ছয় মাস পর আবারও এক নম্বরে উঠেছে অস্ট্রেলিয়া। টেস্ট র্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়েছে শুধু একটিই। ভারত দুইয়ে নেমে গেছে। ইংল্যান্ড তিনে, সাউথ আফ্রিকা চারে ও নিউজিল্যান্ড পাঁচ নম্বরে অবস্থান করছে।

অস্ট্রেলিয়ায় এর মধ্যেই তিনটি টেস্ট হারা পাকিস্তান ছয় নম্বরে আছে। ৫১ রেটিং নিয়ে নয় নম্বরে আছে লাল-সবুজের বাংলাদেশ। র্যাঙ্কিং হালনাগাদের আগে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং ছিল ১১৮।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
১১ ঘন্টা আগে
যদিও পয়েন্ট কিছুটা বেশি থাকায় এগিয়ে ছিল ভারত। সাউথ আফ্রিকায় সিরিজ ১–১ ব্যবধানে ড্র করায় এক রেটিং কমে গেছে ভারতের। এদিকে ঘরের মাটিতে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অজিরা।
এই টেস্ট ড্র করলেও অবশ্য শীর্ষে পৌঁছে যেত প্যাট কামিন্সের দল। তবে সিডনি টেস্ট জিতে যাওয়ায় শীর্ষস্থান আরও মজবুত হয়েছে তাদের। ১১৮ পয়েন্ট নিয়েই আছে তারা। এক পয়েন্ট কমে গেছে ভারতের।
এদিকে কেপটাউনে সাউথ আফ্রিকাকে হারানোর মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠেছে ভারত। এই তালিকায় অস্ট্রেলিয়া আছে চার নম্বরে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আর পাঁচ নম্বরে আছে বাংলাদেশ।