promotional_ad

ডেঙ্গু শঙ্কায় ওয়ানডে সিরিজ শেষ নিশানকার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

ডেঙ্গু শঙ্কায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন পাথুম নিশানকা। সত্যিই যদি ডেঙ্গুতে আক্রান্ত হন তাতে করে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে যাবেন শ্রীলঙ্কার এই ওপেনার। আপাতত তার বদলি হিসেবে ওয়ানডেতে ডাকা হয়েছে শেভন ড্যানিয়েলকে।


শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে চিকিৎসার জন্য নিশানকাকে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডানহাতি এই ওপেনারকে হারানো শ্রীলঙ্কার জন্য বড় ক্ষতিই। ২০২৩ সালে ব্যাট হাতে সময়টা বেশ ভালো কাটিয়েছেন নিশানকা।



promotional_ad

পুরো বছরে ৪৪.২৬ গড়ে ২৫ বছর বয়সি এই ব্যাটার করেছেন ১ হাজার ১৫১ রান। যেখানে তার স্ট্রাইক রেট ৮৭। শ্রীলঙ্কার সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন ছিলেন নিশানকা। এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে চারটি ওয়ানডে খেলেছে ৮২.৩৩ গড়ে রান করেছেন তিনি।


এদিকে তার বদলি হিসেবে ওয়ানডে দলে যোগ দেয়া ড্যানিয়েল শ্রীলঙ্কার হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেললেও ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়নি। ওপেনার হিসেবে পরিচিত ড্যানিয়েল। তবে আভিস্কা ফার্নান্দো ও অধিনায়ক কুশল মেন্ডিস থাকায় প্রথম ওয়ানডের একাদশে তার জায়গা নিশ্চিত নয়।


সবশেষ লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচে হাফ সেঞ্চুরি রয়েছে ড্যানিয়েল। যেখানে মেজর ক্লাব সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে ওপেন করেছেন তিনি। তবে আপাতত শ্রীলঙ্কা দলে ব্যাকআপ হিসেবে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সি এই ক্রিকেটার।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball