promotional_ad

বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন আভিস্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাস তিনেক আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট শেষ হয়ে গেলেও বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ আছে এখনও। বেশ কয়েকটি টুর্নামেন্টের সাংঘর্ষিক সূচির কারণে প্রায় ১৫ জন করে বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যাদের বেশিরভাগই সরাসরি ড্রাফটের বাইরে সরাসরি চুক্তিতে।


বিপিএল শুরুর সপ্তাহ দুয়েক আগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুশল মেন্ডিসের পর কদিন আগে পাকিস্তানের আব্দুল্লাহ শফিককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দোর সঙ্গে চুক্তি করলো এখনও ফাইনাল খেলতে না পারা দলটি। 


২০১৯ বিপিএলে চট্টগ্রামের হয়ে বিপিএল খেলেছিলেন আভিস্কা। এবারও আসছেন তাদের জার্সিতে। চট্টগ্রামের পক্ষ থেকে বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করা হয়েছে। তবে শ্রীলঙ্কার এই ওপেনারকে কয় ম্যাচের জন্য পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।



promotional_ad

এদিকে গুঞ্জন আছে চট্টগ্রামের হয়ে বিপিএল খেলতে দেখা যেতে পারে সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক এবং ইংল্যান্ডের ফিল সল্টকে। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত নয় কিছুই। বিপিএলের আগে সাউথ আফ্রিকার এসএ২০ লিগ শেষ হয়ে যাওয়ায় প্রোটিয়া ক্রিকেটাররা আসতে পারেন বাংলাদেশের এই টুর্নামেন্টে। 


বিদেশি ক্রিকেটার হিসেবে চট্টগ্রামের হয়ে মেন্ডিস, শফিক ও আভিস্কাদের পাশাপাশি বিপিএল মাতাবেন উইল জ্যাকস, বিলাল খান, মুহাম্মদ ওয়াসিম, স্টিফেন স্কিনাজি, মোহাম্মদ হাসনাইন, নাজিবউল্লাহ জাদরান, কার্টিস ক্যাম্ফারদের।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-


রিটেইন- শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদ উজ জামান



ডিরেক্ট সাইনিং- শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, আব্দুল্লাহ শফিক, কুশল মেন্ডিস, স্টিফেন স্কিনাজি, মোহাম্মদ হাসনাইন, আভিস্কা ফার্নান্দো


ড্রাফট থেকে- তানজিদ হাসান তামিম, আল আমিন সিনিয়র, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball