promotional_ad

আইসিসির বর্ষসেরা হওয়ার দৌড়ে কোহলির সঙ্গে জাদেজা-কামিন্স-হেড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি

৯ মার্চ ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মার সঙ্গে কোহলির উচ্ছ্বাস, আইসিসি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া ও ভারতের চার ক্রিকেটার। যেখানে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সের পাশাপাশি আছেন তার সতীর্থ ট্রাভিস হেড। এদিকে বিশ্বকাপ জয় করতে ব্যর্থ হলেও দারুণ পারফোর্ম্যান্সে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।


বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন ডানহাতি ব্যাটার হেড। মূলত তার ব্যাটের ঝলকেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে অজিরা। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে অজিদের শিরোপা নিশ্চিত করেছিলেন হেড। এমন পারফরম্যান্সই তাকে বর্ষসেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে দিয়েছে।



promotional_ad

চোট থেকে ফিরেই বিশ্বকাপ দারুণ দুটি সেঞ্চুরির দেখা পান হেড। যেখানে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ১৩৭ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসেই ভারতে বিশ্বকাপ মিশন সফল হয় অজিদের। এর আগে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ১৬৩ রানের দারুণ ইনিংস খেলেন হেড। বছর জুড়েই দারুণ ছন্দে ছিলেন এই ব্যাটার। দেশের হয়ে সব মিলিয়ে ৩১ ম্যাচে ৫৪.৭৭ গড়ে করেছেন ১ হাজার ৬৯৮ রান। রয়েছে তিনটি সেঞ্চুরি। এমন পারফোর্ম্যান্স তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে।


এদিকে বছরটা ছিলো ভারতীয় ব্যাটার কোহলির। সবশেষ বিশ্বকাপে দারুণ সব রেকর্ড গড়েছেন তিনি। এক বিশ্বকাপে সর্বোচ্চ ৭৬৫ রানের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে নিজের ৫০তম সেঞ্চুরির দেখে পেয়েছেন। পেছনে ফেলেছেন গ্রেট শচিন টেন্ডুলকারকে। বছর জুড়ে ৮ সেঞ্চুরির মাধ্যমে ৩৫ ম্যাচে ৫৮.৫১ গড়ে করেছেন ২ হাজার ৪৮ রান।


তালিকায় থাকা আরেক ভারতীয় হলেন জাদেজা। হাঁটুর চোটে ২০২৩ সালে খেলার শঙ্কা থাকলেও দারুণ ভাবে ফিরেছিলেন তিনি। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে একাই ২২ উইকেট তুলে নিয়ে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন। সবশেষ বিশ্বকাপেও বল হাতে ১৬ উইকেটের পাশাপাশি করেছেন ১২০ রান। বছর জুড়ে ৩৫ ম্যাচে ৬১৩ রান ও ৬৬ উইকেট নিয়েছেন তিনি।



তালিকার চতুর্থ ক্রিকেটার হলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কামিন্স। তার নেতৃত্বেই ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ পুনরুদ্ধার, টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এ সময় নেতৃত্বে দারুণ চতুরতা দেখিয়েছেন কামিন্স। ভারতের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি। ফলে টসে জিতেই ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হলেও নিজেদের দিকে নিয়ে নিতে পেরেছিল অস্ট্রেলিয়া।


অবশ্য বছর জুড়ে শুধুমাত্র অধিনায়কত্বে নয় ব্যাটে, বলেও দারুণ পারফর্ম করেছেন কামিন্স। বিশ্বকাপে ১৫ উইকেটের পাশপাশি ১২৮ রান করেছেন তিনি। অ্যাশেজে নিয়েছিলেন ১৮ উইকেট। এমনি বছর জুড়ে মাত্র ২৪ ম্যাচে ৪২২ রানের পাশাপাশি নিয়েছেন ৫৯ উইকেট তুলেছেন কামিন্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball