promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পহেলা জুন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই বিশ্ব আসর। ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি হবে ৯ জুন। এই ম্যাচের ভেন্যু করা হয়েছে নিউ ইয়র্ক।


বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ৭ জুন। এরপর দ্বিতীয় ম্যাচে ১০ জুন বাংলাদেশ মোকাবেলা করবে সাউথ আফ্রিকা। ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। ১৬ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে বাংলাদেশ। 


আগেই জানা গেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন বার্বাডোসে। ২৬ ও ২৭ জুন হবে বিশ্বকাপের দুটি সেমি ফাইনাল। 



promotional_ad

মোট ৯টি ভেন্যুতে বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচ হবে। ভেন্যু হিসেবে রয়েছে বার্বাডোসের কেনিংটন ওভাল, ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমী, ত্রিনিদাদের প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড ও সেন্ট লুসিয়ার অ্যারন্স ভ্যালি স্টেডিয়াম।


আরো পড়ুন

কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক

১০ ঘন্টা আগে
মুশফিক-মাহমুদউল্লাহ, বিসিবি

যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুর মধ্যে রয়েছে নিউ ইয়র্কের অ্যাসেনশাওয়ার পার্ক, ফ্লোরিডার লডারহিল ও ট্যাক্সাসের গ্র্যান্ড পিরে স্টেডিয়াম। বিশ্বকাপে 'এ' গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।


আর 'বি' গ্রুপে লড়বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। 'সি' গ্রুপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। বাংলাদেশ খেলবে 'ডি' গ্রুপে। অন্যগ্রুপগুলোর তুলনায় 'ডি'গ্রুপেই লড়াই হবে বেশি। এই গ্রুপে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস ও নেপাল।


এবারই প্রথমবারের মতো ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে গত কয়েকটি আসরে অংশ নিয়েছে সর্বোচ্চ ১৬টি দল। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সুপার এইটে। সেখানে তারা দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।



সুপার এইটের প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ইংল্যান্ড এই বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে। তারা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল। যুক্তরাষ্ট্র, কানাডা ও উগান্ডা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলেছে।


বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি-


No description available.



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball