ব্যাগি গ্রিন ফিরে পেয়ে ওয়ার্নারের আবেগী বার্তা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি
২৯ জানুয়ারি ২৫
বিদায়ী টেস্টের আগে 'ব্যাগি গ্রিন' হারিয়ে ফেলেছিলেন ডেভিড ওয়ার্নার। এরপর অভিষেকের সময় পাওয়া এই ক্যাপ ফিরে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। ক্যারিয়ারের শেষ টেস্টের মাঝ পথে সেই ক্যাপ ফিরে পেলেন ওয়ার্নার।
ব্যাগি গ্রিনের সঙ্গে আরও একটি ক্যাপ ছিল ওয়ার্নারের ব্যাকপ্যাকে। হারানো সেই ব্যাগি গ্রিন পাওয়া গেছে সিডনিতে অস্ট্রেলিয়ার টিম হোটেলে। যদিও এই ক্যাপ কীভাবে সেখানে এলো তা বিস্তারিত জানায়নি অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম।

২০১১ সালে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছিল ওয়ার্নারের। অভিষেকের সময় পাওয়া ব্যাগি গ্রিন সব অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছেই অনেক মূল্যবান। ক্যারিয়ার শেষেও অনেকে এই ক্যাপ যত্ন করে তুলে রাখেন। বিদায়ী টেস্টের আগে সেটাই হারিয়ে বিমর্ষ হয়ে পড়েছিলেন ওয়ার্নার। অবশ্য সেটা ফিরে পেয়ে হাফ ছেড়ে বেঁচেছেন তিনি।
ওয়ার্নার বলেছেন, 'আমি খুবই সন্তুষ্ট ও স্বস্তি পাচ্ছি যে, আমার ব্যাগি ক্যাপ ফিরে পাওয়া গেছে, যা দারুণ খবর। প্রতিটি ক্রিকেটারই জানেন, তার ক্যাপ কতটা স্পেশাল এবং এটি আমি জীবনের বাকি সময় হৃদয়ে লালন করব। এটা খুঁজে পেতে সহায়তা করা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং সত্যিই আমি খুবই কৃতজ্ঞ।'
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র নিশ্চিত করেছেন ওয়ার্নারের ব্যাগে থাকা সব কিছুই ফেরত পাওয়া গেছে। যদিও বিমানবন্দর থেকে কীভাবে ওয়ার্নারের ব্যাগি গ্রিন গায়েব হয়ে গিয়েছিল সিসিটিভি ফুটেজ গভীরভাবে পর্যবেক্ষণ করেও তা খুঁজে পাওয়া যায়নি।
অস্ট্রেলিয়ার হয়ে শেষ টেস্ট খেলতে মেলবোর্ন থেকে সিডনিতে দলের সঙ্গেই এসেছিলেন ওয়ার্নার। সেই সময় তার লাগেজের সঙ্গেই ছিল ব্যাক প্যাক। কিন্তু ব্যাগটি সিডনিতে আসেনি। শেষ টেস্টে মাঠে নামার আগে নতুন আরেকটি ক্যাপ নিয়ে মাঠে নামতে হয়েছিল তাকে।