হেজেলউডের দুর্দান্ত স্পেলে লিড পেয়েও পিছিয়ে পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফেরার ম্যাচে ছিটকে গেলেন হেজেলউড
১৭ ডিসেম্বর ২৪
ইনিংসের প্রথম দুই ওভারে আব্দুল্লাহ শফিক ও শান মাসুদকে ফিরিয়ে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে দুর্দান্ত শুরু এনে দিলেন মিচেল স্টার্ক ও জশ হেজেলউড। শুরু ধাক্কা সামাল দিতে চড়াও হয়ে উঠলেন সাইম আইয়ুব। তরুণ এই ওপেনারকে সঙ্গ দিচ্ছিলেন বাবর আজমও। মাঝে নিজে চেষ্টা করে না পারলেও নাথান লায়ন এবং ট্রাভিস হেডকে ডেকে এনে সাফল্য পান প্যাট কামিন্স। দিনের খেলা শেষ হওয়ার আগে বল তুলে দেন হেজেলউডের হাতে। ডানহাতি এই পেসারের এক ওভারে লণ্ডভণ্ড হয়ে যায় পাকিস্তান। সেই ওভারে সাউদ সাকিল, সাজিদ খান এবং আঘা সালমানকে হারালে ৭ উইকেটে ৬৮ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। তাতে করে প্রথম ইনিংসে ১৪ রানের লিড পাওয়ার পরও ম্যাচে অনেকটা পিছিয়ে মাসুদের দল।
১৪ রানে এগিয়ে থেকে চা বিরতির পর ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে শুরুটা ভালো করতে পারেননি সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে স্টার্কের ভেতরে ঢোকানো দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন আব্দুল্লাহ শফিক। পরের ওভারে পাকিস্তানের অধিনায়ক মাসুদকে ফিরিয়েছেন হেজেলউড। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে লেট কাট করতে গিয়ে উইকেটের পেছনে থাকা অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়েছেন মাসুদ।

৮ বলের মাঝে ২ উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে পাকিস্তান। শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সাইম এবং বাবর। তারা দুজনে মিলে অস্ট্রেলিয়ার বোলারদের বেশ ভালোভাবেই সামলাচ্ছিলেন। বাবর ধীরস্থির হয়ে খেললেও সাইম ছিলেন খানিকটা আক্রমণাত্বক। স্টার্ক ও হেজেলউডকে সরিয়ে লায়নের সঙ্গে বোলিংয়ে আসেন কামিন্স। উইকেট তুলতে না পারায় নিজেকে সরিয়ে হেডকে বোলিংয়ে আনেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তাতে সাফল্য পায় স্বাগতিকরা।
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
৫ মার্চ ২৫
সাইম ও বাবরের জুটি ভাঙেন লায়ন। ডানহাতি এই অফ স্পিনারের ফুল লেংথ ডেলিভারিতে ডিফেন্স করেছিলেন সাইম। তবে বলের লাইন মিস করে লেগ বিফোর উইকেট হয়েছেন তরুণ এই ওপেনার। রিভিউ নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি ৩৩ রান করা সাইমের। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি বাবরও। হেডের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন এবারের অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে ধুঁকতে থাকা এই ক্রিকেটার। বাবর আউট হয়েছেন ২৩ রানে।
শেষ বিকেলে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন হেজেলউড। এক ওভারে ডানহাতি এই পেসার ফিরিয়েছেন সাকিল, সাজিদ এবং সালমানকে। আমের জামালকে সঙ্গে নিয়ে বাকিটা সময় পার করেছেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার চেয়ে ৮২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে সফরকারী পাকিস্তান। অজিদের হয়ে মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়েছেন হেজেলউড।
আগের দিনের ২ উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। মার্নাস ল্যাবুশেন ও মিচেল মার্শের হাফ সেঞ্চুরির পরও চা-বিরতির আগে পরে ১০ রানের মাঝে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রানে অল আউট হয় স্বাগতিকরা। ৬৯ রানে ৬ উইকেট নিয়েছেন আমের জামাল।