promotional_ad

ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে নিজের দেশের বিপক্ষে খেলবেন ভিসে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকা ছেড়ে নামিবিয়ায় আসার পর ক্যারিয়ারটা বদলে গেছে ডেভিড ভিসের। জাতীয় দলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও চাহিদা বেড়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারের। তারই ফলশ্রুতিতে ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে নিজের দেশের বিরুদ্ধে খেলবেন ভিসে। মূলত জোবার্গ সুপার কিংসের আয়োজিত প্রস্তুতি ম্যাচ এটি।


সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১০ জানুয়ারি। যে কারণে নিউজিল্যান্ড সফরে টেস্ট খেলতে না গিয়ে এসএ২০ বেছে নিয়েছেন সাউথ আফ্রিকার তারকা ক্রিকেটাররা। এদিকে চলতি সপ্তাহে ভারতের সঙ্গে টেস্ট সিরিজ খেলেছে তারা। টেস্ট থেকে হুট করে টি-টোয়েন্টি লিগে নামিয়ে দেয়ার আগে ক্রিকেটারদের প্রস্তুত করতে চায় জোবার্গ।



promotional_ad

এমন চিন্তা থেকেই হয়ত নামিবিয়ার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে সুপার কিংসের এই ফ্র্যাঞ্চাইজিটি। ৫ ও ৭ জানুয়ারি ওয়ান্ডার্সে হবে ম্যাচ দুটি। যেখানে খেলতে দেখা যাবে সাউথ আফ্রিকার জেরাল্ড কোয়েতজেম রেজা হেনড্রিক্স, নান্দ্রে বার্গারের মতো ক্রিকেটারদের। এবারের মৌসুমে জোবার্গের হয়ে খেলবেন নামিবিয়ার ভিসে।


নিজেদের বিরুদ্ধে খেলা হলেও নামিবিয়াকে রেখে জোবার্গের হয়ে খেলবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাওয়া নামিবিয়া সুযোগ পাচ্ছে ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নেয়ার। এমন সুযোগ পেয়েছে বেশ খুশি নামিবিয়া ক্রিকেটের প্রধান রুডি ভ্যান ভারেন।


ক্রিকবাজকে তিনি বলেন, ‘এমন মানসম্পন্ন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। আমরা ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা খুব ভালো হবে। এটি নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত। এই ম্যাচের মধ্য দিয়ে বেশ কিছু খেলোয়াড় পরিচিতিও পাবে’



জোবার্গের মতো প্রস্তুতি ম্যাচ খেলতে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ। টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, মার্কো জেনসেনদের মতো ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতি কমাতে আমন্ত্রণ জানানো হয়েছে নেদারল্যান্ডসকে। আরও দুটি দলের বিপক্ষে খেলার কথা রয়েছে তাদের। যেখানে তাদের প্রতিপক্ষ পার্ল রয়্যালস এবং এমআই কেপটাউন।


৬ জানুয়ারি সানরাইজার্সের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। ৭ ও জানুয়ারি তাদের প্রতিপক্ষ পার্ল রয়্যালস। টুর্নামেন্টের মাঝে ১৮ জানুয়ারি এমআই কেপটাউনের সঙ্গে খেলতে পারে স্কট এডওয়ার্ডসের দল। ১০ জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স এবং জোবার্গের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরে



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball