আলোকস্বল্পতায় গোলাপি বলের টেস্ট হলে অবসর নেবেন খাওয়াজা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লঙ্কানদের গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়
১ ফেব্রুয়ারি ২৫
অস্ট্রেলিয়া ও পাকিস্তানের চলমান সিডনি টেস্টে বৃষ্টি ও আলোকসল্পতার কারণে দ্বিতীয় দিনে মাত্র ৪৬ ওভার খেলা হয়েছে। আধুনিক সময়ে আলোকসল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই। আর তাই কেউ কেউ প্রস্তাব করছেন আলোক সল্পতা চলে এলে ফ্লাড লাইট জ্বালিয়ে গোলাপি বলে ম্যাচ এগিয়ে নিতে। এতে ক্ষুব্ধ হয়েছেন উসমান খাওয়াজা। অজি এই ওপেনার সরাসরিই বলেছেন, এমনটা হলে টেস্ট থেকে অবসর নেবেন তিনি।
অস্ট্রেলিয়া ও পাকিস্তানের চলমান টেস্টে ইনিংসের ৪৭তম ওভারের খেলা শেষে মাঠের আম্পায়াররা পাকিস্তান ক্রিকেটারদের ডেকে আলোকস্বল্পতার কথা জানান। বৃষ্টির আবহ বিরাজ থাকায় একটু আগেভাগেই চা বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। বিরতির পর বৃষ্টি আবারো হানা দিলে মাঠে আর বল গড়ায়নি।
দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারা। এদিকে আলোকস্বল্পতার জন্য ক্রিকেটারদের মাঠ ছাড়ার ব্যাপারটি সহজভাবে নিতে পারেননি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনসহ আরও অনেকেই। দ্রুতই এমন সমস্যার সমাধান চেয়েছেন তারা। আর তাই ফ্লাড লাইট ও গোলাপি বলের মাধ্যমে টেস্ট পরিচালনার প্রশ্নও উঠছে। এতে ক্ষুব্ধ হয়েছেন খাওয়াজা।

তিনি বলেন, 'লাল বলের ওপর যখন আলো পড়ে তখন সেটা চোখে দেখা কঠিন। এই দিক দিয়ে গোলাপি বল খুবই ভালো। তবে এটা কখনোই লাল বলের মতো নয়। এখানেই আমার কথা থাকবে। টেস্ট ক্রিকেটের যা সুন্দর, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি তা হচ্ছে টেস্ট ক্রিকেট গত একশ বছরে অনেক বেশি বদলায়নি।
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
৫ মার্চ ২৫
'খেলাটা তো আর বদলায়নি। তবে মানুষ অধৈর্য হয়ে পড়ছে। তবে টেস্ট ক্রিকেটে যখন বৃষ্টি বা আলোকস্বল্পতা হবে, এটার সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। ফলাফল পেতে হলে আপনার পাঁচটা দিন আছে। আমার মনে হয়, এই ম্যাচে এখনও ফলাফল হবে। যদি এমনটা (আলোকস্বল্পতা এড়িয়ে যেতে গোলাপি বলে ম্যাচ) হয়, তাহলে আমি অবসর নেব।'
অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন খাওয়াজা। খেলেছেন গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট ম্যাচও। তবে সবকিছু থেকে লাল বলের ক্রিকেটকেই আলাদাভাবে মূল্যায়ন করছেন এই টপ অর্ডার ব্যাটার।
খাওয়াজা আরও বলেন, 'লাল বলের ক্রিকেটে পার্থক্য সৃষ্টি করার মতো অনেক কিছুই আছে। আমি সাদা বলে খেলেছি, গোলাপি বলে খেলেছি, লাল বলেও খেলেছি। একেক বলের খেলা এক এক রকমের হয়। লাল বলের খেলার সাথে কিছুরই তুলনা হয় না। তারা খুব প্রচেষ্টার সঙ্গেই এটি বানায়।'
'লাল বলের ক্রিকেট আমরা ছোটবেলা থেকেই খেলে বড় হয়েছি। লাল বলের খেলাই তো টেস্ট ক্রিকেট? তাই না? আপনি যদি সূর্যকে কোনও কিছু দিয়ে বদলি করার উপায় না পান, আলো কখনোই একইরকম থাকবে না।'