promotional_ad

ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট জিতে ভারতের সমতা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সেমি ফাইনালের আগে মার্করামকে নিয়ে শঙ্কা

৪ মার্চ ২৫
অনুশীলনে এইডেন মার্করাম, আইসিসি

টেস্ট ম্যাচ জেতার জন্য ৭৯ রান তাড়া করা সহজ লক্ষ্যই। তবে কেপটাউনের উইকেটে সিম মুভমেন্ট ও অসম বাউন্স থাকায় ৭৯ রান যে সহজ লক্ষ্য সেটা বোধহয় বলার সুযোগ নেই। যদিও শেষ পর্যন্ত উইকেট-বৃষ্টির টেস্টে এটিকে কঠিন হয়ে উঠতে দেননি ভারতীয় ব্যাটাররা। তবুও প্রোটিয়াদের পেসারদের সামনে ৩ উইকেট হারায় তারা। সাউথ আফ্রিকাকে ৭ উইকেট হারিয়ে সিরিজে ড্র করলো সফরকারীরা। এশিয়ার প্রথম দল হিসেবে কেপটাউনে টেস্ট জিতল ভারত। এদিকে মাত্র ৬৪২ বলে শেষ হয়েছে কেপটাউন টেস্ট। যা কিনা ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট। 


জয়ের জন্য ৭৯ রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন যশস্বী জয়সাওয়াল। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন রোহিত শর্মাও। দারুণ ব্যাটিং করতে থাকা জয়সাওয়ালকে ফিরিয়ে ভারতের উদ্বোধনী জুটি ভাঙেন নান্দ্রে বার্গার। বাঁহাতি এই পেসারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করেছিলেন জয়সাওয়াল। তবে নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেননি তিনি। লং লেগে থাকা ট্রিস্টিয়ান স্টাবস ক্যাচ লুফে নিলে ২৮ রানে ফিরতে হয় বাঁহাতি এই ওপেনারকে।



promotional_ad

দুই চারে ১০ রান করলেও বেশিক্ষণ টিকতে পারেননি শুভমান গিল। কাগিসো রাবাদার নিচু হওয়া লেংথ ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন তিনে নামা এই ব্যাটার। জয়ের খুব কাছে দাঁড়িয়ে আউট হয়েছেন বিরাট কোহলিও। মার্কো জানসেনের শর্ট লেংথ ডেলিভারিতে লেগ সাইডে পুশ করতে চেয়েছিলেন। গ্লাভসে লাগলেও শুরুতে আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে কোহলিকে ফেরায় প্রোটিয়রা। এরপর শ্রেয়াস আইয়ার এবং রোহিত মিলে ভারতের জয় নিশ্চিত করেন।


আরো পড়ুন

‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ

২০ ফেব্রুয়ারি ২৫
জসপ্রিত বুমরাহ (বামে) ও মেহেদী হাসান মিরাজ (ডানে), ফাইল ফটো

এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই বুমরাহর শর্ট লেংথ ডেলিভারিতে পুল করেছিলেন ডেভিড বেডিংহাম। এজ হয়ে স্লিপ কর্ডন দিয়ে বের হয়ে শেষ পর্যন্ত সীমানা ছুঁয়ে দেয়। সেবার বেচে গেলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ওই ওভারের শেষ বলে বুমরাহর অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে থাকা লোকেশ রাহুলকে ক্যাচ দিয়েছেন ১১ রান করা বেডিংহাম।


বেশিক্ষণ টিকতে পারেননি কাইল ভেরেইনেও। বুমরাহর শর্ট লেংথ ডেলিভারিতে পুল করেছিলেন সাউথ আফ্রিকার এই উইকেটকিপার ব্যাটার। টপ এজ হয়ে মিড অনে থাকা মোহাম্মদ সিরাজকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। বাকিরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন মার্করাম। ডানহাতি এই ব্যাটার হাফ সেঞ্চুরি পাওয়ার পরের ওভারে আউট হয়েছেন মার্কো জানসেন।



বুমরাহর বলে স্ট্রেইট ড্রাইভ করেছিলেন তিনি। তবে ফলো থ্রুতে বুমরাহ দারুণ ক্যাচ লুফে নিলে ফিরতে হয় জানসেনকে। প্রোটিয়াদের চেপে ধরা বুমরাহ পাঁচ উইকেট পূর্ণ করেছেন কেশভ মহারাজকে ফিরিয়ে। এরপর দ্রুত রান তুলতে থাকেন মার্করাম। মাত্র কয়েক ওভারের মাঝে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। সেঞ্চুরি পাওয়ার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।


সিরাজের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে লং অফের উপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন মার্করাম। তবে ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় লং অফে থাকা রোহিতের হাতে ধরা পড়তে হয় ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা মার্করামকে। এরপর বাকিরা দ্রুত ফিরলে ১৭৬ রানে অল আউট হয় সাউথ আফ্রিকা। ভারতের হয়ে বুমরাহ ৬টি এবং মুকেশ চৌধুরি নিয়েছেন দুটি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball