promotional_ad

টেস্টে আলোকসল্পতার ‘অজুহাত’ বন্ধ করতে বললেন ভন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাটলারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে সমস্যার সমাধান হবে না: ভন

২৮ ফেব্রুয়ারি ২৫
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর জস বাটলার, ফাইল ফটো

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ক্রিকেটে বৃষ্টির জন্য খেলা বন্ধ হলেও আলোক স্বল্পতার জন্য খেলা বন্ধ হয় না। কারণ ফ্লাড লাইটের মাধ্যমে সেই সমস্যা সমাধান করা হয়। কিন্তু টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। যেখানে আলোক স্বল্পতার জন্য প্রায়শই খেলা বন্ধ করা হয়। বিষয়টি সহজ ভাবে নিতে পারছেনা না ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন।


সিডনিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের চলমান টেস্টে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ছিল আজ। যেখানে বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে মাত্র ৪৬ ওভার খেলা হয়েছে। ইনিংসের ৪৭তম ওভারের খেলা শেষে মাঠের আম্পায়াররা পাকিস্তান ক্রিকেটারদের ডেকে আলোকস্বল্পতার কথা জানান। বৃষ্টির আবহ থাকায় আগেভাগেই চা বিরতির ঘোষণা দেন আম্পায়াররা।


বিরতির পর বৃষ্টি আবারো হানা দিলে মাঠে আর বল গড়ায়নি। কিন্তু আলোকস্বল্পতার জন্য ক্রিকেটারদের মাঠ ছাড়ার ব্যাপারটি সহজভাবে নিতে পারেননি ভন। তার মতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনেক দর্শক এসেছে ভালো একটি টেস্ট দেখতে। তাই আলোকস্বল্পতার মত অজুহাত দিয়ে খেলা বন্ধ না করাই ঠিক ছিল। এ সময় তিনি সাদা বলের ক্রিকেটের তুলনা টেনে টেস্টে ক্রিকেটের এমন নিয়মের কটুক্তি করেন।



promotional_ad

ভন বলেন, 'আমার মনে হয় টেস্ট ম্যাচে তারা (ক্রিকেটাররা) শুধু মাঠ থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে। আসলেই, এটা কি বিপজ্জনক?, যদি এটা টি-টোয়েন্টি বা ৫০ ওভারের ম্যাচ হতো, তাহলে আপনি মাঠেই থাকবেন এবং এটার (ম্যাচের বাঁধা) সঙ্গে লড়াই করতে থাকবেন। কারণ সেটা বিনোদনের ব্যবসা। খেলায় এগুলা আমি সহ্য করতে পারি না।'


'টেস্টে ক্রিকেট, সর্বশ্রেষ্ঠ ফরম্যাট, অথচ এখানে এমন ধরণের ঘটনা অনবরত হয়ে চলছে। এটা খুব হতাশাজনক, টেস্ট ক্রিকেটে এমন অনেক মুহূর্ত আছে, এটা মেনে নিতে পারি না। এখানে আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচ পেয়েছি, তাই এসসিজিতে অনেক দর্শক রয়েছে। কিন্তু ক্যামেরাগুলো এখন খেলোয়াড়দের অলস সময় দেখাচ্ছে।'


মূলত সাদা বলে ফ্লাড লাইটের আলোতে খেলা গেলেও লাল বল চোখে দেখা বেশ কষ্টকর। তাই টেস্ট ক্রিকেটে লাইটের আলোতে খেলতে ব্যবহার করা হয় পিংক বল। ভন মনে করেন অজুহাত দিয়ে খেলা বন্ধ না করে, সমস্যা সমাধান করাটা জরুরী। কারণ দর্শকরা নিজেদের অর্থ ব্যয় করে পরিবার নিয়েই ম্যাচ দেখতে আসে।


দর্শকদের নিয়ে ভন বলেন, 'আপনার যদি পরিবার থাকে, তাহলে খেলাধুলা দেখতে যাওয়ার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে। আর আপনি যদি অনেক অর্থ ব্যয় করে একদিনের খেলা দেখতে আসেন, এবং আপনার সঙ্গে আপনার ছোট বাচ্চারাও আসে। তাহলে টেস্ট ক্রিকেটকে আরো ভালো সমাধান নিয়ে আসতে হবে।'



এ সময় সমস্যা সমাধান নিয়ে তিনি আরও বলেন, 'যদি সমাধানে এমন একটি বল থাকে যা আমরা সব রকম আলোতে ব্যবহার করতে পারব, তাহলে কেনো আমরা আগামীতে এমন কিছু আনবো না, যাতে এমন কিছু আর না ঘটে?'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball