সেঞ্চুরিয়নের ভুল কেপটাউনে সুধরে সফল সিরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কেপটাউন টেস্টে সাউথ আফ্রিকার প্রথম ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। মাত্র ১৫ রানে নিয়েছেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট। আর তাতেই মাত্র ৫৫ রানে অল আউট হওয়ার লজ্জায় ডুবেছে প্রোটিয়ারা।
প্রথম দিনের খেলা শেষে পেস বোলিং কোচ পরশ মামব্রের সঙ্গে একটি আলোচনায় যোগ দিয়েছিলেন সিরাজ। সেখানেই এই পেসার জানিয়েছেন সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে নতুন কিছু করার নেশায় অনেক বাজে বল করেছেন তিনি। সেই ভুলগুলো সুধরেই কেপটাউনে সফল হয়েছেন এই পেসার।

নিজের বোলিং নিয়ে খোলাসা করে সিরাজ বলেছেন, ‘শেষ খেলায় যখন ইনিংসের শেষ হয়েছিল, তখন আমি বুঝতে পেড়েছিলাম যে অনেক বেশি রান দিয়ে ফেলেছি। তখনই বুঝতে পারি যে আমি খুব বেশি নতুন কিছু করার চেষ্টা করে ফেলেছি। আমার টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ২৪তম ওভারে মেডেন এসেছিল। তখন বুঝলাম কোথায় ভুল করেছি। আমি আমার বোলিংয়ের ভিডিও দেখিনি, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে বোলিং করার সময়ে আমি ভুলটা কোথায় করেছি।’
সেঞ্চুরিয়ন টেস্টে ভারতকে ইনিংস এবং ৩২ রানের ব্যবধানে হারিয়েছিল সাউথ আফ্রিকা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। এমন অবস্থায় আর কোনো ভুল করতে চাইছিলেন না সিরাজ। তাই নিজের স্বভাবজাত বোলিংয়েই আস্থা রাখতে চেয়েছিলেন তিনি।
সিরাজ বলেছেন, ‘আমি তখন বুঝতে পেরেছিলাম যে পরের ম্যাচে কোন ভুলটা করা চলবে না। আমি এটা ধরে রেখেছিলাম এবং ফলাফল পেয়েছি।’ কেপটাউনে নিজের অবিশ্বাস্য বোলিং নিয়ে সিরাজ বলেন, 'আমি ভাবিনি এমনটা হবে। সত্যি বলতে টেস্টে বোলিংয়ে পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ। আমার এবং জাসি ভাইয়ের (জসপ্রীত বুমরাহ) মধ্যে জুটি ভালো গড়ে উঠেছিল। তিনি চাপ তৈরি করেছিলেন এবং আমি উইকেট পেয়েছি।’
সংবাদ সম্মেলনে সিরাজ নিজের বোলিং নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেছেন। কেপটাউনে সকাল থেকেই অনেক সুইং ও অসম বাউন্স পাচ্ছিলেন পেসাররা। ফলে নির্দিষ্ট জায়গায় বল করে যাওয়ার লক্ষ্য ছিল ভারতীয় এই পেসারের। ফলে ভিন্ন কিছু করার কোনো চেষ্টাই করেননি তিনি।
সিরাজের ভাষ্য, ‘এমন উইকেটে যেখানে অনেক সুইং ও অসম বাউন্স থাকে, বোলাররা লোভী হয়ে অনেক সময় অনেক কিছু করতে চায়। আমার মনে হয় একটা পরিকল্পনায় ধরে এগোনো ও নির্দিষ্ট জায়গায় বল করা গুরুত্বপূর্ণ। যদি অনেক কিছু করতে চান, আপনি নিজেকে ও দলকে চাপে ফেলে দেবেন। প্রথম টেস্টে যে ঘাটতি ছিল, সেটা পূরণ করে এই টেস্টে শক্তিশালী পারফরম্যান্স করার চেষ্টা ছিল। প্রথম টেস্টে করা ভুল বুঝতে পেরেছি, আজ (গতকাল) কাজটা ঠিকঠাক করেছি, সাফল্য পেয়েছি।’