শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
সর্বশেষ বিশ্বকাপ থেকেই পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট। একদিন আগেই দাসুন শানাকাকে সরিয়ে কুশল মেন্ডিসকে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এবার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেকেও সরিয়ে দেয়া হলো।
নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে ধনঞ্জয়া ডি সিলভাকে। ১৮তম অধিনায়ক হিসেবে টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিতে চলেছেন এই অলরাউন্ডার। করুনারত্নে শ্রীলঙ্কাকে ৩০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ১২টি ম্যাচেই জয় পেয়েছে লঙ্কানরা। বাকি ১২টি ম্যাচে হেরেছে তারা। ৬টি ম্যাচ হয়েছে ড্র।

২০১৯ সালে করুনারত্নের নেতৃত্বেই সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। উপমহাদেশের প্রথম দল হিসেবে প্রোটিয়াদের মাটিতে তাদের হারিয়ে দেয়ার কীর্তি গড়েছিল করুনারত্নের দল। অধিনায়কত্ব নিয়ে লঙ্কানদের ড্রেসিং রুমের পরিবেশ শান্ত করাই বড় চ্যালেঞ্জ ছিল করুনারত্নের। সেই চ্যালেঞ্জ বেশ ভালোভাবেই মোকাবেলা করেছিলেন তিনি।
গলে স্পিন উইকেট বানিয়ে ‘শিক্ষা’ হয়ে গেছে শ্রীলঙ্কার
৯ ফেব্রুয়ারি ২৫
অধিনায়ক হিসেবে ব্যাট হাতে নিয়মিত পারফরম্যান্সও করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ৪০.৯৩ গড়ে রান তুলেছেন করুনারত্নে। অধিনায়ক হিসেবে যা ৪৯.৮৬। ফলে বোঝাই যাচ্ছে অধিনায়কত্বের চাপ জয় করে সামনে থেকেই দলটিকে নেতৃত্ব দিয়েছেন এই ব্যাটার।
টেস্ট অধিনায়কত্ব পাওয়া ধনঞ্জয়াও সাদা পোশাকের ক্রিকেটে বেশ সাবলীল। তিনি শ্রীলঙ্কার হয়ে ৫১টি টেস্ট খেলেছেন। এরই মধ্যে তার নামের পাশে যোগ হয়েছে ১০ টি সেঞ্চুরির সঙ্গে ১৩টি হাফ সেঞ্চুরি। ব্যাট হাতে করেছেন ৩ হাজার ৩০১ রান। আগামী ৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে অধিনায়ক ধনঞ্জয়ার যাত্রা।
এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে তিন ফরম্যাটে নতুন তিন অধিনায়ক পেল শ্রীলঙ্কা। এর আগে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম ঘোষণা করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা।