promotional_ad

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শরিফুলের লম্বা লাফ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক

১২ ঘন্টা আগে
মুশফিক-মাহমুদউল্লাহ, বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কিউইদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ড্র করার রেকর্ড গড়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও বাকি দুই ম্যাচেই লড়াই করেছে টাইগাররা।


এর ছাপ পড়েছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও। বোলারদের র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। সিরিজ জুড়ে ৬ উইকেট নিয়ে ৩২ ধাপ এগিয়েছেন তিনি। ৪৬২ পয়েন্ট নিয়ে শরিফুলের অবস্থান এখন ৫৬ নম্বরে। দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমানও।


বাঁহাতি এই পেসার ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে আছেন। কিউই বোলারদের মধ্যে মিচেল স্যান্টনার ৮ ধাপ এগিয়েছেন। ৬৫৭ পয়েন্টন নিয়ে ৮ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত এই অধিনায়ক।



promotional_ad

শীর্ষস্থানে নিজের জায়গা ধরে রেখেছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। তিনি ৭২৬ পয়েন্ট নিয়ে বেশ ভালোভাবেই অন্যদের চেয়ে এগিয়ে আছেন। এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। তার নামের পাশে রয়েছে ৮৮৭ রেটিং পয়েন্ট।


আরো পড়ুন

আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক

১৪ ঘন্টা আগে
শিরোপা জয়ের পর হার্দিক, আইসিসি

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক ২৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংইয়েও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিরাট কোহলি আবারও সেরা দশে জায়গা করে নিয়েছেন। ৪ ধাপ এগিয়ে ৭৬১ পয়েন্ট নিয়ে তার অবস্থান নয় নম্বরে।


বিদায়ী টেস্ট খেলা ডিন এলগার ১৮৫ রানের ইনিংসে ১৯ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন। এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স করে ১৬ ধাপ এগিয়েছেন মিচেল মার্শ। তিনি ৫২ নম্বরে আছেন। এর বাইরে উন্নতি হয়েছেন মোহাম্মদ রিজওয়ানের।


পাকিস্তানের এই ব্যাটার ৪ ধাপ উন্নতি করে ২৭ নম্বর এসেছেন। টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। বোলারদের তালিকায় ৫ নম্বরে আছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। এদিকে তিন ধাপ উন্নতি করে ২২ নম্বরে জায়গা করে নিয়েছেন মার্কো জানসেন।



অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন জানসেন। ৫ ধাপ উন্নতি করে ৮ নম্বরে উঠেছেন তিনি। এদিকে ৮৭২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের শীর্ষ বোলার হয়ে আছেন রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকাতে শীর্ষে রবীন্দ্র জাদেজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball