promotional_ad

কেপটাউনে ২৩ উইকেটের দিনে এগিয়ে ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

৮ মার্চ ২৫
এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

কেপটাউন টেস্টে সাউথ আফ্রিকাকে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে অল আউট করে দিয়েছিল ভারত। জবাবে খেলতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরাও। নাটকীয় ধসে ভারত অল আউট হয়ে গেছে মাত্র ১৫৩ রানে। ভারত নিজেদের শেষ ৬ উইকেট হারিয়েছে শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬২ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। তারা এখনও ভারতের চেয়ে পিছিয়ে আছে ৩৬ রানে।


ভারতের চেয়ে প্রথম ইনিংসে ৯৮ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে সাউথ আফ্রিকা শুরুতেই হারায় অধিনায়ক ডিন এলগারের উইকেট। বিদায়ী টেস্ট খেলা এই প্রোটিয়া ব্যাটার আউট হয়েছেন মাত্র ১২ রান করে। এরপর টনি ডি জর্জি ফিরে যান মাত্র ১ রান করে। ১ রানের বেশি করতে পারেননি ট্রিস্টান স্টাবসও। অবশ্য বাকি সময়টা দেখে শুনে খেলেছেন এইডেন মার্করাম ও ডেভিড বেডিংহ্যাম। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নিয়েছেন মুকেশ কুমার। আর একটি উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ।


এর আগে ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। এ ছাড়া অধিনায়ক রোহিত শর্মা ৩৯, শুভমান গিল ৩৬ রান করেছেন। ভারতের শেষের দিকের ৭ ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন। সাউথ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও নান্দ্রে বার্গার।



promotional_ad

এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই মার্করামের উইকেট হারায় সাউথ আফ্রিকা। সিরাজের চতুর্থ স্টাম্পে করা বল ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ২ রান করা মার্করাম। মাত্র ৪ রান করে আউট হয়েছেন এলগারও। সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান বিদায়ী টেস্ট খেলতে নামা এই ওপেনার।


আরো পড়ুন

‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’

১৩ ঘন্টা আগে
সুনীল গাভাস্কার (বামে), ইনজামাম উল হক (ডানে)

এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। তিন রান করা অভিষিক্ত স্টাবসকে ফেরান বুমরাহ। তারপর সিরাজের ফাঁদে পা দেন দুই রান করা টনি ডি জর্জি। ভারতীয় এই পেসারের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক লোকেশ রাহুলের কাছে ক্যাচ তুলে দেন জর্জি।


ফলে ১৫ রানের মাথায় ৪ উইকেট হারায় প্রোটিয়াদের। তারপর খানিক বিরতি দিয়ে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৩৪ রানের মাথায় সাজঘরে ফেরেন বেডিংহ্যাম। ১৭ বলে ১২ রান করে সিরাজের বাউন্স সামলাতে না পেরে তৃতীয় স্লিপে ইয়াশভি জায়সাওয়ালকে ক্যাচ দেন তিনি।


প্রোটিয়াদের হয়ে উইকেটরক্ষক কাইল ভেরাইনি ৩০ বলে সর্বোচ্চ ১৫ রান করেন। দ্বিতীয় স্লিপে শুভমান গিলকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তারপর মার্কো জানসেন ৩ বলে ০, কেশভ মহারাজ ১৩ বলে ৩ রান করেন। শেষদিকে নান্দ্রে বার্গার ১১ বলে ৪ রান ও কাগিসো রাবাদা ১৩ বলে ৫ রান করেন।



মাত্র ৯ ওভার করে তিনটি মেডেন দেন সিরাজ। ১৫ রান দিয়ে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট। টেস্টে এর আগে আরও দুইবার পাঁচ উইকেট নেন তিনি। এ ছাড়া মুকেশ দুটি, বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণা একটি করে উইকেট নেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball