উইলিয়ামসন ফেরার সিরিজে বিশ্রামে রাচিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
৫ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে ফিরছেন কেন উইলিয়ামসন। কিউই এই টপ অর্ডার ব্যাটারের ফেরার সিরিজে বিশ্রাম পেয়েছেন রাচিন রবীন্দ্র। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা।
হাঁটুর চোট থেকে মাস খানেক আগেই সেরে উঠেছেন উইলিয়ামসন। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপেও খেলেছেন তিনি। তারপর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও দেখা যায় তাকে।

যদিও বাড়তি সতর্কতা হিসেবে সাদা বলের সিরিজটিতে তাকে খেলানো হয়নি। পাকিস্তানের বিপক্ষে কিউইদের পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে ১২ জানুয়ারি। এই সিরিজে অবশ্য সব ম্যাচ খেলবেন না উইলিয়ামসন।
পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি
১ ঘন্টা আগে
তৃতীয় ম্যাচে কিউই অধিনায়ককে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার অনুপস্থিতিতে ডানেডিনে সিরিজের তৃতীয় ম্যাচে দলের নেতৃত্ব দেবেন মিচেল সান্টনার। এমন সিদ্ধান্ত এসেছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের কাছ থেকে।
এ ছাড়াও বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ না খেলা ওপেনার ডেভিন কনওয়ে ফিরেছেন স্কোয়াডে। বিশ্বকাপে ইনজুরিতে পড়া দুই পেসার ম্যাট হেনরি ও লকি ফার্গুসনও এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। চোটের কারণে দলে সুযোগ পাননি পেসার কাইল জেমিসন ও স্পিনার মাইকেল ব্রেসওয়েল।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল সান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।