এটাই আমার বিশ্বকাপ: এলগার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
১২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট দিয়ে নিজের জাত চিনিয়েছেন ডিন এলগার। খেলাটা সাদা পোশাকে হলেও ক্যারিয়ারটা বেশ রঙিন তার। টেস্টে দারুণ করলেও সংক্ষিপ্ত সংস্করণে কখনই সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি সাউথ আফ্রিকার এই ওপেনার। কখনও খেলতে পারেননি বিশ্বকাপেও। টেস্টকেই নিজের বিশ্বকাপ হিসেবে দেখছেন কেপটাউন টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাওয়া এলগার।
সাউথ আফ্রিকার হয়ে ৮৫ টেস্ট খেলেছেন এলগার। এখন পর্যন্ত ৩৮.৩৫ গড়ে ৫ হাজার ৩৩১ রান করেছেন তিনি। ১৪ সেঞ্চুরির পাশাপাশি ২৩টি হাফ সেঞ্চুরিও করেছেন প্রোটিয়াদের সাবেক এই অধিনায়ক। টেস্টে এত ভালো করলেও রঙিন পোশাকে সেভাবে গুছিয়ে নিতে পারেননি তিনি।

২০১২ সালে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় এলগারের। সব মিলিয়ে সাউথ আফ্রিকার হয়ে ৮ ওয়ানডে খেলেছেন তিনি। ৮ ওয়ানডে খেলে ১০৪ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ৫০ ওভারের ক্রিকেটে কখনো হাফ সেঞ্চুরির দেখা পাননি এলগার। ২০১৮ সালের পর আর ওয়ানডে খেলতে দেখা যায়নি তাকে।
কখনো বিশ্বকাপের মঞ্চে খেলা সুযোগ হয়নি তার। বিশ্বকাপ খেলতে না পারলেও আপাতত আক্ষেপ করছেন না এলগার। বরং ভারতের বিপক্ষে সিরিজ জয়ে মনোযোগ দিচ্ছেন তিনি। সেই সঙ্গে সাউথ আফ্রিকার অধিনায়ক জানিয়েছেন, দেশের হয়ে টেস্ট সিরিজ জয়ই তার কাছে বিশ্বকাপের মতো।
এ প্রসঙ্গে এলগার বলেন, ‘আমি শুধু জেতার জন্যই খেলছি। পরিসংখ্যান নিয়ে আমি খুব বেশি ভাবি না। আমার মাথায় সবসময় জয় ঘুরে। আমার কাছে সিরিজ জয় গুরুত্বপূর্ণ। এটাই সবচেয়ে ভালো স্মৃতি যা আপনি আপনার দলের সঙ্গে শেয়ার করতে পারেন।’
‘যার পেছনে সবার ভূমিকা রয়েছে। টেস্ট সিরিজ জয়কে হয়ত উপরে রাখবেন না। বিশ্বকাপ জেতাই হয়ত উপরে থাকবে। আমি কখনই এমন কিছুর সুযোগ পাইনি কিন্তু এটাই আমার বিশ্বকাপ। এটা আমার জায়গা যেখানে আমি জিততে চাই।’
সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার পেস আগুনে পুড়ে গেছে ভারত। সফরকারীদের ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে সাউথ আফ্রিকা। এদিকে চোটের কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। কেপটাউনে তাই অধিনায়ক হিসেবে নিজের শেষ টেস্ট খেলতে নামতে দেখা যাবে এলগারকে। এর আগে স্থায়ী অধিনায়ককে প্রোটিয়াদের ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।