promotional_ad

তিন ফরম্যাটেই সে আমাদের সেরা ক্রিকেটার: ম্যাকডোনাল্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি

১ ঘন্টা আগে
মহসিন নাকভি ও শহীদ আফ্রিদি

পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন ডেভিড ওয়ার্নার। সেটা অনেক আগে থেকেই জানিয়েছিলেন তিনি। নতুন বছরে ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। এবারের বিশ্বকাপে দারুণ সময় কাটিয়েছেন এই ব্যাটার। 


পার্থে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৬৪ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর ওয়ার্নারের বিদায় পোড়াচ্ছে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। অস্ট্রেলিয়ার এই কোচের চোখে ওয়ার্নার তিন ফরম্যাটের ক্রিকেটেই অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটার।



promotional_ad

ম্যাকডোনাল্ড বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে অবসর নিতে হয়। ডেভিড ওয়ার্নারকেও নিতে হবে। তিন ফরম্যাট মিলিয়ে সে সম্ভবত আমাদের সেরা ক্রিকেটার। সে সম্ভবত একটি ফরম্যাট অর্থাৎ টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়ে নিতে চলেছে খুব তাড়াতাড়িই। সে টেস্ট ফরম্যাটে খেলা ছেড়ে দিলে সেটা দলের জন্য ক্ষতিই হবে।'


আরো পড়ুন

গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ

১০ ঘন্টা আগে
মেলবোর্নে গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ, ফাইল ফটো

'আমি জানি অনেকদিন ধরেই অনেকেই চাইছে যাতে সে অবসর নিয়ে ফেলে। তবে আমরা ভেতরে ভেতরে জানি আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে। আর সেই কারণেই আমরা পরপর সিরিজে তাকে দলে রেখেছি। তার পরিবর্ত খুঁজে পাওয়াটা কঠিন হবে। যার গড় ৪৫,স্ট্রাইক রেট ৭০ তাকে হারানোটা দলের জন্য যথেষ্ট ক্ষতি। অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে সর্বাধিক রান সংগ্রাহকও কিন্তু সে।’


টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এরপর অ্যাশেজ আর বিশ্বকাপ। গত ১২ মাসে ব্যস্ত সময় কাটিয়েছে অজিরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে নিজেদের মতো করে সময়টা কাটাতে চান অস্ট্রেলিয়ার প্রধান কোচ এবং গত ১২ মাসের অর্জন তারা দারুণভাবে উদযাপন করতে পারেন।



ম্যাকডোনাল্ড বলেন, ‘শেষ ১২টা মাস আমাদের জন্য যেন দীর্ঘ সময় ছিল। ১২টা মাস আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা একটু আরাম করে বসতে পারি। আমাদের সমস্ত অর্জন উদযাপন করতে পারি। আমার পাকিস্তানের বিপক্ষে ৩-০ ফলে জিততে চাই। এরপরেই আমরা ডেভির (ডেভিড ওয়ার্নার) অর্জন উদযাপন করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball