বাদ পড়লেন ইমাম, বিশ্রামে আফ্রিদি, সায়েমের অভিষেক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ
১০ ঘন্টা আগে
আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি। এই টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে তারা।
সিডনিতে খেলা হচ্ছে না ইমাম উল হকের। একটানা বাজে পারফর্ম করায় একাদশ থেকে বাদ পড়েছেন এই ওপেনার। তার জায়গায় অভিষেক হচ্ছে ২১ বছর বয়সী সায়েম আইয়ুবের। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সায়েমের।

আটটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দৃষ্টিনন্দন কিছু না করলেও আসন্ন এই টেস্টে দলে জায়গা করে নিয়েছেন তিনি। এই আটটি টি-টোয়েন্টিতে ১৭.৫৭ গড়ে ১২৩ রান করেছেন তিনি।
পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি
১ ঘন্টা আগে
এদিকে সিডনি টেস্টে বিশ্রামে রাখা হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে। পাকিস্তানের এই পেসারের জায়গায় দলটিতে খেলবেন ৩০ বছর বয়সী স্পিনার সাজিদ খান। প্রায় দুই বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন সাজিদ।
সিডনি টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। যদিও বক্সিং ডে টেস্টের দল থেকে কোনও পরিবর্তন আনেনি তারা। এই টেস্টের মাধ্যমে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন ডেভিড ওয়ার্নার।
সিডনি টেস্টে পাকিস্তান একাদশ- সায়েম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, সাজিদ খান, হাসান আলী, মির হামজা এবং আমের জামাল।