টেস্ট দলে ‘বিশেষজ্ঞ’ ওপেনারের প্রয়োজন নেই, বলছেন কামিন্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স
২৫ ফেব্রুয়ারি ২৫
লম্বা সময় অস্ট্রেলিয়ার তিন ফরম্যাটের ওপেনিংয়ের দায়িত্ব সামলেছেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তান সিরিজেই নিজের শেষ ম্যাচটি খেলবেন তিনি। অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট ওপেনারদের তালিকায় নাম আছে অনেকেরই। তবে প্যাট কামিন্সের পছন্দ ক্যামেরন গ্রিনকে। সরাসরি তার নাম না নিলেও অজি অধিনায়ক নিজের ভাবনার কথা অগ্রিম জানিয়ে রাখলেন।
এরই মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে ওয়ার্নারের শূন্যস্থান পূরণ নিয়ে। অস্ট্রেলিয়ার রাডারে আছেন এক ঝাঁক ওপেনার। ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস ও ম্যাথু রেনশর মতো ক্রিকেটার রয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার সাদা পোশাকের ওপেনার হিসেবে কামিন্সের পছন্দ গ্রিনকে।

অস্ট্রেলিয়ার হয়ে ৫৫টি ম্যাচে খেলার অভিজ্ঞতা আছে গ্রিনের। এর মধ্যে ৮টি টি-টোয়েন্টি, ২৩টি ওয়ানডে ও ২৪টি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। কোনো সময়ই ৪ এর ওপরে ব্যাটিংয়ের সুযোগ হয়নি। ফলে নতুন বলে খেলার জন্য গ্রিন কতটা পারদর্শী সেটাও জানা যায়নি।
গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ
১০ ঘন্টা আগে
নিজ পছন্দ হিসেবে সরাসরি গ্রিনের নাম না নিলেও কামিন্স উদাহরণ টেনেছেন উসমান খাওয়াজার, 'উজি (খাওয়াজা) কখনোই বিশেষজ্ঞ ওপেনার ছিল না। দলে এই একটা জায়গাই খালি ছিল এবং সে নিজের জায়গা করে নিয়েছে। আপনার দলে এমন একজন আছে যার ওপেনিংয়ের অভিজ্ঞতা আছে। তবে এটাই যে নিয়ম তা না।'
'আমার মনে হয় এক একজনের ক্ষেত্রে ব্যাপারগুলো এক এক রকম। কাউকে যদি দলে ওপেনার হিসেবে নেয়া হয়, আবার তাদের রেকর্ড অত ভালো না থাকে, তাদের উইকেট নেয়া অনেক ক্ষেত্রে সহজ। যদি আপনি সেরা ব্যাটারকে (মিডল অর্ডার ব্যাটার) না নেন। আমার মনে হয় না এগুলো অনেক বড় কিছু। এটা শুধুই ব্যাটিং পজিশন।'
ব্যানক্রফট, হ্যারিস, রেনশ এবং গ্রিন- এই চার ক্রিকেটারই পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রাইম মিনিস্টার একাদশের হয়ে খেলেন। যেখানে ব্যানক্রফটের ব্যাট থেকে আসে ৫৩ রান। গ্রিন আউট হন ৪৬ রানে। হ্যারিস অপরাজিত ছিলেন ৪৯ রানে। আর রেনশ অপরাজিত ছিলেন ১৩৬ রানে।