promotional_ad

বিদায়ী টেস্টের আগে চুরি হয়ে গেল ওয়ার্নারের ব্যাগি গ্রিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি

২৯ জানুয়ারি ২৫
বিপিএলে খেলতে দেখা তাদের

সিডনি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার মর্যাদা পূর্ণ ব্যাগি গ্রিন পরে এরপর আর কখনোই খেলা হবে না এই ওপেনারের। অথচ বিদায়ী টেস্টে নামার আগে চুরি হয়ে গেছে ওয়ার্নারের ব্যাগি গ্রিন।


পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে মেলবোর্ন থেকে কান্টাস এয়ারলাইনসের মালবাহীতে সিডনিতে পাঠানো হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ব্যাগ। সেখান থেকে কোয়ে ওয়েস্ট হোটেলে পাঠানো হয় পুরো অস্ট্রেলিয়া দলের ব্যাকপ্যাক।



promotional_ad

কিন্তু হোটেলে এসে ওয়ার্নার নিজের ব্যাকপ্যাক পাননি। সতীর্থরা সবকিছু খুঁজে পেলেও নিজের ব্যাকপ্যাক পাননি এই ওপেনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এমনটা জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার।


আরো পড়ুন

গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ

১০ ঘন্টা আগে
মেলবোর্নে গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ, ফাইল ফটো

৩৭ বছর বয়সী এই ওপেনার লিখেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু দুর্ভাগ্যবশত, কেউ আমার আসল লাগেজ থেকে আমার ব্যাকপ্যাকটি নিয়ে গেছে, যেখানে আমার ব্যাকপ্যাক এবং আমার মেয়েদের উপহার ছিল, এই ব্যাকপ্যাকের ভেতরে ছিল আমার ব্যাগি গ্রিন। এর সঙ্গে আমার আবেগ জড়িত। এটা আমি ফিরে পেতে চাই।’


মূলত টেস্ট অভিষেকের দিন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এই ব্যাগি গ্রিনটি পেয়ে থাকেন। খেলোয়াড়ি জীবনে এটাই অজিদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। ওয়ার্নারের সেই ব্যাগি গ্রিনটি যে ফেরত দিবে, তার জন্য পুরষ্কারের ব্যবস্থাও রেখেছেন তিনি।



ওয়ার্নার আরও বলেন, ‘আপনি যদি সত্যিই সেই ব্যাকপ্যাকটি চান তবে আমার কাছে অতিরিক্ত একটা আছে, আপনি সমস্যায় পড়বেন না। অনুগ্রহ করে আমার সামাজিক মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া বা আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি আমার ব্যাগি গ্রিন ফিরিয়ে দেন তাহলে আপনাকে এটি খুশিমনে দেব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball