কেপটাউনে ভারতের বোলারদের চ্যালেঞ্জ দেখছেন ডোনাল্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
৬ ঘন্টা আগে
সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। ইনিংস এবং ৩৪ রানের হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে রোহিত শর্মার দল। এই ম্যাচে ব্যাটে-বলে তারা প্রতিদ্বন্দ্বিতা জমাতেই ব্যর্থ হয়েছে। তবে দুই দলের বোলাররাই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে কেপটাউনে। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত।
যদিও সাউথ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড মনে করেন কেপটাউনে ভারতের কাজটা সহজ হবে না। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচ ভারতের বোলারদের সতর্ক করে দিয়েছেন। ভারতীয় বোলাররা আগের টেস্টে পিচের সুবিধা নিতে পারেনি বলেও ধারণা ডোনাল্ডের।
তিনি বলেন, 'আমি জানি (প্রথম টেস্টে) সাউথ আফ্রিকার কন্ডিশনকে অনেক ভালোভাবে কাজে লাগিয়েছে। এই বিষয়ে আলাদা করে কোনো প্রশ্ন থাকতেই পারে না। সাউথ আফ্রিকার বোলাররা পিচে ৫ থেকে ৫.৫ মিটার লেন্থে বল করেছে। যার সুবিধা তারা পেয়েছে। তারা বলকে পিচ থেকে কাজ করার সুযোগ দিয়েছে। এই কাজটাই ভারতীয় বোলাররা ঠিকভাবে করতে পারেনি।'

সাউথ আফ্রিকার পেসারদের এই দিক থেকে এগিয়ে রাখছেন ডোনাল্ড। প্রোটিয়া পেসাররা বিশেষ করে নিজেদের ধৈর্য্য ধরে রেখে বোলিং করেছে। এ কারণেই তারা সফল হতে পেরেছেন। ভারতের বোলাররা বেশি বাউন্স দিতে গিয়েই নিজেদের লাইন লেংথ হারিয়েছেন বলে মনে করেন এই কিংবদন্তি।
তার ভাষ্য, 'সাউথ আফ্রিকাতে বলকে পিচের সাহায্য নিয়ে কাজ করতে দিতে হয়। তাতে অনেক বেশি সাহায্য পাওয়া যায়। ভারতের থেকে এই জায়গায় এগিয়ে ছিল সাউথ আফ্রিকান পেসাররা। তারা অনেক বেশি ধৈর্য্য রেখেছে। যা ভারতীয় বোলাররা রাখেনি। দ্বিতীয় ইনিংসেও তারা বাউন্সার অনেক বেশি ব্যবহার করেছে।'
ভারতের পেস বোলিং আক্রমণকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ ধরা হয়। জসপ্রিত বুমরাহ থাকলেও ইনিজুরির কারণে খেলতে পারছেন না মোহাম্মদ শামি। তবে পরীক্ষিত প্রসিধ কৃষ্ণা নামের প্রতি সুবিচার করতে পারেননি। ডোনাল্ডের ধারণা অতিরিক্ত কিছুর আশায় ভারতীয় বোলাররা শর্ট বলে দিয়েছে। এটাই হিতে বিপরীত হয়ে ধরা দিয়েছে।
তিনি বলেন, 'ভারতের হয়ে একজন বোলারের (প্রসিধ কৃষ্ণা) অভিষেক হয়েছে। আমি মনে করি বুমরাহ সহ সব ভারতীয় বোলার অতিরিক্ত কিছু করার আশায় তাড়াহুড়ো করেছে। খুব তাড়াতাড়ি তারা অনেক বেশি শর্ট বল করেছে। ফলে লাইন এবং লেন্থ নিয়ে তারা সমস্যায় পড়েছে। ফলে কোন একটা দিক ওপেন হয়ে গিয়েছে। স্কয়ার লেগ, অফ সাইডকে কাজে লাগিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।'
কেপটাউনে ভারতের বোলারদের পরীক্ষা হবে বলেও জানিয়েছেন ডোনাল্ড। তাই ভারতীয় বোলারদের পরামর্শ দিয়ে তিনি বলেছেন, 'কেপটাউনে কিন্তু ব্যাপারটা সহজ হবে না। এখানে দুই দলের বোলাররাই অনেক বেশি এনার্জি নিয়ে খেলতে আসবে। কেপটাউনে কিন্তু উইকেট অনেক বেশি পাটা হবে। ফলে এখানের উইকেটে উইকেট নিতে গেলে ভারতীয় বোলারদের অনেক বেশি সৃজনশীল হতে হবে।'