জিম্বাবুয়ে দলে ফিরলেন আরভিন, নেই উইলিয়ামস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ, মিরপুরে নেই কোনো টেস্ট
৮ মার্চ ২৫
কদিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। আসন্ন এই সফরের জন্য সোমবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ওয়ানডে দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ও ওয়ানডে অধিনায়ক ক্রেইগ আরভিন। যদিও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেই শেন উইলিয়ামস।
জিম্বাবুয়ে দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার টপিয়া মাফুনজা। এ বছর প্রো ফিফটি লিগে ১৮ উইকেট শিকার করেছেন তিনি। তার এমন পারফরম্যান্সের সুবাদেই টুর্নামেন্টের শিরোপা জিতেছে মাশনাল্যান্ড ইগলস।
সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের দলে থাকলেও খেলা হয়নি পেস বোলিং অলরাউন্ডার ফারাজ আকরামের। তাকেও শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে রাখা হয়েছে। তাকুদওনাশে তাইকানো, তিনাশে কামুনহুকামওয়া, মিল্টন সিম্বা ও টনি মুনিওগা আয়ারল্যান্ড সিরিজে খেলেছেন।

তাদের নিয়েই এবার শ্রীলঙ্কায় যাচ্ছে জিম্বাবুয়ে। কাইতানো, মুফুনজা ও আকরামের সঙ্গে অলরাউন্ডার হিসেবে আছেন ব্রায়ান বেনেটও। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজ দিয়ে তার টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। অলরাউন্ডার ওয়েসলে মাধেভেরে স্কোয়াডে জায়গা পাননি নিষেধাজ্ঞায় থাকায়।
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
নতুন বছরে জিম্বাবুয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইবে। ২০২৩ বিশ্বকাপের কোয়ালিফায়ারে বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপে খেলতে পারেননি দলটি। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বেও হতশ্রী পারফরম্যান্সের কারণে বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি তারা।
ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ৬.৮ ও ১১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে জিম্বাবুয়ে। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৪, ১৬, ও ১৮ জানুয়ারি। ওয়ানডেতে দলটির নেতৃত্বে ক্রেইগ আরভিন থাকলেও টি-টোয়েন্টিতে তাদের নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড-
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, জয়লর্ড গাম্বি, লুক জংউই, তাকুদওনাশে তাইকানো, তিনাশে কামুনহুকামওয়া, ক্লাইভ মাদানে, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিয়া মুফুদজা, টনি মুনিওগা, ব্লেজিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড-
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুকজংউই, তিনাশে কামুনহুকামওয়া, ক্লাইভ মাদানে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মাম্বা, টনি মুনিওগা, ব্লেজিং মুজারাবানি, এনিসলে এনডল্ভু, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।