promotional_ad

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের ৭ ক্রিকেটার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের

৩০ মিনিট আগে
শিরোপা হাতে ভারতের উল্লাস, ফাইল ফটো

২০২৩ সাল ছিল ওয়ানডে বিশ্বকাপের বছর। এমনকি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ওয়ানডে হয়েছে এই বছরেই। সব মিলিয়ে এই বছরে ৫০ ওভারের ম্যাচ হয়েছে ২১৮টি! এর আগে কোনো বছর দুইশ ওয়ানডেও খেলেনি কোনো দল। রেকর্ড ওয়ানডের বছরে উইজডেন বর্ষসেরা দল ঘোষণা ওরা হয়েছে, যেখানে ভারতেরই আছেন সাত ক্রিকেটার।


বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও এর আগে টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল রোহিত শর্মার দল। এ ছাড়া ছয়টি দ্বিপক্ষীয় সিরিজের পাঁচটি জিতেছে তারা। জিতেছে এশিয়া কাপও। বছরের সেরা দলে তাই তাদের আধিক্যতাই বেশি।



promotional_ad

ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন তাদের ওয়েবসাইটে ২০২৩ সালের শেষ দিন বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। দলটির অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। বর্ষসেরা দলে দ্বিতীয় সর্বোচ্চ দুই জনকে রাখা হয়েছে শিরোপাজয়ী অস্ট্রেলিয়া থেকে। এ ছাড়া আর নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা থেকে রাখা হয়েছে একজন করে।


আরো পড়ুন

গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ

২২ ঘন্টা আগে
মেলবোর্নে গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ, ফাইল ফটো

এই দলে ভারতীয়দের মধ্যে রোহিত ছাড়াও আছেন বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা বিরাট কোহলি। এ ছাড়া রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।


বিশ্বকাপের ফাইনালে ভারত যার কাছে হেরেছে, সেই ট্রাভিস হেডকেও রাখা হয়েছে এই একাদশে। পুরো বছরে অস্ট্রেলিয়ার ২২ ওয়ানডের মাত্র ১৩টিতে খেলেই সেরা একাদশে ঢুকে পড়েছেন এই ওপেনার। যেখানে ৫১.৮১ গড়ে ৫৭০ রান করেন তিনি। তার সঙ্গে আছেন গ্লেন ম্যাক্সওয়েল।



বছরজুড়ে ৫টি সেঞ্চুরি করেছেন ড্যারিল মিচেল। এই মিডল অর্ডার ব্যাটার বল হাতে উইকেটও নেন পাঁচটি। ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে রাখা হয়েছে তাকেও। ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস দিয়ে বছরজুড়ে আলোচিত ছিলেন সাউথ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। এই একাদশে উইকেটরক্ষক হিসেবে আছেন তিনি।


উইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল- রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball