আইপিএল অলিম্পিক গেমসের মতো: ল্যাঙ্গার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট বিশ্বের নানান দেশেই আয়োজিত হয় ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সামনে বিগ ব্যাশ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত টুর্নামেন্টগুলো বেশ সাদামাটা হয়ে দাঁড়ায়। কারণ এই টুর্নামেন্টকে ঘিরে উৎসব মুখর পরিস্থিতি সৃষ্টি হয় ক্রিকেট বিশ্বে। ফলে যুক্তি সাপেক্ষে এটাই ক্রিকেটের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ।
আইপিএল জেতার পর যথেষ্ট স্বীকৃতি পাইনি: আইয়ার
১৫ ঘন্টা আগে
আইপিএল চলাকালীন সময়ে খুব বেশি দ্বিপাক্ষিক সিরিজ থাকে না। ফলে ক্রিকেটের তারকাদের মেলা বসে ভারতে। যেখানে প্রায় দুই মাস সময় নিয়ে দশটি দল শিরোপার লড়াই করে। ৭৪টি ম্যাচের ফলাফলের মাধ্যমে আসরের চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়। জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে প্রথমবারের মত কোচিং করাবেন জাস্টিন ল্যাঙ্গার।
চলতি বছর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ল্যাঙ্গার। নিজেদের প্রথম দুই আসরেই বাজিমাত করেছিল সুপার জায়ান্টসরা। অ্যান্ডি ফ্লাওয়ারের অধীনে দুবারই তৃতীয় হয়েছে তারা। তবে চূড়ান্ত সাফল্যের আশায় ফ্র্যাঞ্চাইজিটি এই অস্ট্রেলিয়ানকে নিয়োগ দিয়েছে। প্রথমবার আইপিএলে কোচিং করানোর ব্যাপারে উচ্ছ্বসিত তিনি। এ সময় আইপিএলকে অলিম্পিক গেমসের সঙ্গে তুলনা করেন।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্সে ' একটি ভিডিওতে তিনি বলেন, 'আইপিএল অলিম্পিক গেমসের মতো। এটি অনেক বড়। প্রতিটা খেলাই দর্শনীয়, এটা ভালোভাবে গ্রহণ করা হয়েছে। সবাই এটাকে ভালোভাবে সমর্থন করে। শুধুমাত্র স্টেডিয়ামে নয়, সমগ্র ভারত ও বিশ্বজুড়ে। এটার (টুর্নামেন্টের) অংশ হতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত।'
ল্যাঙ্গার তার দলে পাচ্ছেন কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, দীপক হুডাদের মত ক্রিকেটারদের। দলটির নেতৃত্বে দেখা যাবে লোকেশ রাহুলকে। অধিনায়ক হিসেবে রাহুলকে পেয়েও বেশ খুশি হয়েছেন ল্যাঙ্গার। এ সময় এই ভারতীয় উইকেটকিপার ব্যাটারের প্রশংসা করেন তিনি। এমনকি অস্ট্রেলিয়া হয়ে কোচিং করানোর সময় রাহুলকে নিয়ে তার মাথা ব্যাথার কথাও জানান।
রাহুলের প্রসঙ্গে তিনি বলেন, 'যখন আমি অস্ট্রেলিয়ান কোচ ছিলাম, এবং ভারতের বিপক্ষে আমাদের একটি সিরিজ ছিল। তখন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল আউট না হওয়া পর্যন্ত আমি কখনই নিশ্চিন্তে থাকতে পারতাম না। কারণ সে (রাহুল) খুবই বিপজ্জনক এবং দারুণ খেলোয়াড়।'
'তার অভিজ্ঞতা আছে। সে মাঠের দুই পাশেই খেলতে পারে। সে স্পিন এবং ফাস্ট বল ভালো খেলে। আমি সত্যিই কৃতজ্ঞতা বোধ করি যে রাহুলের মতো একজন অধিনায়ক পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি। আমি এটা নিয়ে বেশ উচ্ছ্বসিত।'